ঠিক যেন ফিরল পুজোর আগের ছবিটা। ফের একবার রাতভর তুমুল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। মানিকতলা থেকে উল্টোডাঙা সর্বত্রই দেখা গেল প্রবল বৃষ্টির ছবি। ভোর পর্যন্ত চলল বৃষ্টি। রবিবারও দিনভর বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুনঃ দু-ঘণ্টায় ফের ধেয়ে আসছে তীব্র বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি
কলকাতায় কার্নিভালেও বাধ সাধতে পারে বৃষ্টি। একাধিক জেলার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর যদিও বলছে সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে বর্ষা বিদায় সংক্রান্ত কোনও তারিখ এখনও পর্যন্ত জানান হয়নি।
শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক কলকাতায় যে বৃষ্টিপাতের ছবি দেখা যাচ্ছে তা বলছে…
মানিকতলা বৃষ্টি হয়েছে ৫৩ মিমি
দত্তবাগান বৃষ্টি হয়েছে ৩৯ মিমি
বীরপাড়া বৃষ্টি হয়েছে ৩৫ মিমি
মার্কাস স্কোয়ার বৃষ্টি হয়েছে ৪০ মিমি
বেলগাছিয়া বৃষ্টি হয়েছে ১২ মিমি
ধাপা লক বৃষ্টি হয়েছে ১৭ মিমি
তপসিয়া বৃষ্টি হয়েছে ২৯ মিমি
আরও পড়ুনঃ রবিবার একের পর এক বাতিল হচ্ছে উত্তরবঙ্গের ট্রেন, কিছু ট্রেন ছুটবে ঘুরপথে
উল্টোডাঙা বৃষ্টি হয়েছে ৩৮ মিমি
কামডহরি বৃষ্টি হয়েছে ২৬ মিমি
পামার বাজার বৃষ্টি হয়েছে ৪৫ মিমি
ঠনঠনিয়া বৃষ্টি হয়েছে ৪৬ মিমি
কুলিয়া ট্যাংরা বৃষ্টি হয়েছে ৩১ মিমি
চিংড়িঘাটা বৃষ্টি হয়েছে ২৬ মিমি
পাগলাডাঙ্গা বৃষ্টি হয়েছে ২১ মিমি
বালিগঞ্জ বৃষ্টি হয়েছে ৩৩ মিমি
মোমিনপুর বৃষ্টি হয়েছে ৪৬ মিমি
চেতলা লক বৃষ্টি হয়েছে ৪৫ মিমি
যোধপুর পার্ক বৃষ্টি হয়েছে ৩৭ মিমি
কালীঘাট বৃষ্টি হয়েছে ৩৮ মিমি
ট্রিচিং গ্রাউন্ড বৃষ্টি হয়েছে ১৯ মিমি
ধানখেতি খাল বৃষ্টি হয়েছে ২৫ মিমি
জোকা ডিপিএস বৃষ্টি হয়েছে ২১ মিমি
বেহালা ফ্লায়িং ক্লাব বৃষ্টি হয়েছে ৩৩.৪ মিমি
সিপিটি ক্যানাল বৃষ্টি হয়েছে ৪৫ মিমি
কুঁদঘাট বৃষ্টি হয়েছে ২৪ মিমি
এসএসই পিএস বৃষ্টি হয়েছে ১৯.৭ মিমি