Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশIndian Railway's: সফল পরীক্ষা, ইতিহাস গড়ল ভারতীয় রেল

Indian Railway’s: সফল পরীক্ষা, ইতিহাস গড়ল ভারতীয় রেল

রেল সূত্রে খবর, হাইড্রোজেন চালিত এই ট্রেন সাধারণ লোকাল ট্রেনের মতোই দেখতে। তবে গতি অনেক বেশি। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইতিহাস গড়ল ভারতীয় রেল। প্রথমবার হাইড্রোজেন চালিত ট্রেন কোচের সফল পরীক্ষা সম্পন্ন হলো চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব X হ্যান্ডলে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। অগস্টের শেষ নাগাদ বাণিজ্যিক ভাবে এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছ কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নালায় ভোটার কার্ড রাজনৈতিক মহলে চাপানউতোর

রেল সূত্রে খবর, হাইড্রোজেন চালিত এই ট্রেন সাধারণ লোকাল ট্রেনের মতোই দেখতে। তবে গতি অনেক বেশি। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটবে। থাকবে ৮টি কামরা। দু’দিকে দুটি হাইড্রোজেন চালিত ইঞ্জিন কামরাগুলোকে টানবে। আপাতত নর্দান রেলওয়ের জিন্দ-সোনিপত রুটে এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে।

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সুব্বা রাও বলেন, ‘প্রথম পর্যায়ে পাওয়ার কারের (ড্রাইভিং পাওয়ার কার) পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় পাওয়ার কারের পরীক্ষা হবে। তার পরে পুরো ট্রেন।’

চেন্নাইয়ের ভিলিভাক্কামে ১,২০০ হর্সপাওয়ারের এই হাইড্রোজেন চালিত ট্রেনের ট্রায়াল রান হওয়ার কথা রয়েছে। হাইড্রোজেনের মাধ্যমে কী ভাব চলবে এই ট্রেন? সুব্বা রাও বলছেন, ‘হাইড্রোজেন থেকে প্রথমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। সেই বিদ্যুৎ সংরক্ষণ করা হয় ব্যাটারিতে। তার পরে ব্যাটারির বিদ্যুৎ অন্যান্য রেক্টিফায়ার ও বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে ট্রেনের চাকার সঙ্গে যুক্ত ট্র্যাকশন মোটরে পাঠানো হয়।’ এই ট্রেনের জন্য হাইড্রোজেন উৎপাদন কারখানা তৈরি করেছে নর্দান রেলওয়ে।

আরও পড়ুনঃ তৃণমূলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি, ঝরল রক্ত; বীরভূমে মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি খুব শীঘ্রই এই ট্রেনকে ভারতীয় রেলের হাতে তুলে দেবে। তার পরে আরও কিছু পরীক্ষানিরীক্ষা হবে। খতিয়ে দেখা হবে নিরাপত্তার দিকটাও। সব ক’টা ধাপ সফল ভাবে উতরে গেলে চালু হয়ে যাবে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন।

২০২৩ সালে রাজ্যসভায় রেলমন্ত্রী জানিয়েছিলেন, দেশ জুড়ে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। প্রতিটি ট্রেন তৈরি করতে আনুমানিক খরচ পড়তে পারে ৮০ কোটি টাকা। পাশাপাশি প্রতিটা রুটের পরিকাঠামো তৈরিতে খরচ হবে ৭০ কোটি টাকা।

এই মুহূর্তে

আরও পড়ুন