Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গBus Accident: ফের স্কুল বাস দুর্ঘটনা, আতঙ্কে অভিভাবকেরা

Bus Accident: ফের স্কুল বাস দুর্ঘটনা, আতঙ্কে অভিভাবকেরা

শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসের ধাক্কায় জখম হলেন ২ জন।

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ফের শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে স্কুল বাস। আর এবার শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসের ধাক্কায় জখম হলেন ২ জন। জানা গেছে, বাসটি দ্রুত গতিতে থাকায় সেবক রোডে পানিট্যাংকি মোড়ের কাছে সিগনাল লাল হয়ে থাকলেও দেখতে না পেয়ে এগিয়ে যায়।

আরও পড়ুন: মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে বিজেপি, রাজীবকে না পেয়ে ভবানী-ভবনের সামনেই বসে রয়েছেন তাঁরা

সেই সময় বাসটির সামনে চলে আসে ডাকঘরের একটি গাড়ি। সেটির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ডাকঘরের গাড়িতে থাকা এক হোমগার্ড গুরুতর জখম হন। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধাক্কায় জখম হন এক বাইক আরোহীও। মূহুর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় জনা পনেরো ছাত্রী ছিল। আতঙ্কিত হয়ে পড়ে তারাও। অনেকেই চিৎকার করে কাঁদতে থাকে।

আরও পড়ুন: বর্ষায় জল জমে, রাতে চোর! তবু আত্মীয়তায় বেঁধে সকলে

পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে বাজেয়াপ্ত করে। অন্য একটি বাসে করে ছাত্রীদের বাড়িতে পাঠানো হয়। চালককে আটক করা হয়েছে। এর কয়েকদিন আগে শিলিগুড়ির আরও একটি বেসরকারি স্কুল বাসের চাকা খুলে যাওয়ায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তখন কেউ জখম হননি। পরপর এই ধরনের দুর্ঘটনায় শহরে স্কুলবাসের চলাচল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন