Thursday, 16 October, 2025
16 October
HomeকলকাতাBiman Basu: বালতি হাতে পথে বিমান বসু! মানুষের পাশে থাকার বার্তা

Biman Basu: বালতি হাতে পথে বিমান বসু! মানুষের পাশে থাকার বার্তা

উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ হয়েছে ধর্মতলায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা। জলস্রোতে ভেসে গেছে ঘর, গাছ, পশু, চাষ, হারিয়ে গেছে অসংখ্য জীবন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বন্যাত্রাণে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়ে পথে নামল সিপিএমের কলকাতা জেলা কমিটি। নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুনঃ ২৬- এর আগে তৃণমূলের ‘টার্গেট’ তরুণ ব্রিগেড! ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা!’ প্রচার অভিষেকের

তাঁর অভিযোগ, “পর্যাপ্ত পূর্বাভাস ছিল, সতর্কতা ছিল-শুধু প্রস্তুতি ছিল না। প্রশাসনের গাফিলতির দায় কেউ নিচ্ছে না। পাহাড় কেটে, নদীতে বাঁধ দিয়ে, জঙ্গল গিলে, জলাশয় বুজিয়ে ‘উন্নয়ন’-এর নামে প্রকৃতিকে নষ্ট করেই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে।”

সিপিএম নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের ভূমিকা শুধু গাফিলতিপূর্ণই নয়, অমানবিকও। প্রাকৃতিক দুর্যোগে যখন হাজার হাজার মানুষ বিপর্যস্ত, তখন রাজ্য সরকার ব্যস্ত ‘কার্নিভালে’। “কলকাতায় দশ জন মানুষের মৃত্যুর পরে যখন প্রশ্ন উঠেছিল, তখনও সরকার দায় এড়িয়ে উৎসবে মেতে উঠেছিল। এবার উত্তরবঙ্গের চিত্র আরও ভয়াবহ, অথচ রাজ্য প্রশাসনের কোনও হেলদোল নেই”,বলে ক্ষোভ উগরে দিয়েছেন বিমানবাবু।

আরও পড়ুনঃ বাংলায় রাষ্ট্রপতি শাসন! আবারও সুর চড়ালেন শুভেন্দু

বাম নেতৃত্বের দাবি, শুধু রাজ্য নয়, কেন্দ্রও সমানভাবে দায়ী। বিমানবাবুর কথায়, “উত্তরাখণ্ড, হিমাচল— হিমালয়ের পাদদেশে চলছে একই খেলা। বন্যা, ধস, মৃত্যু যেন রুটিন। এখন ভরসা মানুষের, তাই মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষই।”

ইতিমধ্যেই রেড ভলান্টিয়র, ছাত্র-যুবদের একাধিক সংগঠন পৌঁছে গেছে দুর্গত এলাকায়। চলছে ত্রাণ সংগ্রহ, চলছে রান্না করা খাবার, ওষুধ, শুকনো খাবার পাঠানো। তৈরি হয়েছে একাধিক ত্রাণশিবির। মানুষের বিপদের দিনে মানুষের পাশে থাকার বার্তাই এখন প্রধান অস্ত্র বামেদের।

এই মুহূর্তে

আরও পড়ুন