কলকাতা হোক বা জেলা, ভিড় টানার ক্ষেত্রে সজল ঘোষের পুজোর জুড়ি মেলা ভার। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এবারও থিমে অপারেশন সিঁদুর করে শোরগোল ফেলে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার।
আরও পড়ুনঃ “বুড়ি ছোঁয়া দিয়ে কমরেডদের পালালে হবে না…”; পুজোয় বুক স্টলে কমরেডদের জমায়েত দেখাতে মরিয়া CPM
তা নিয়ে প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে বিতর্কও কম হয়নি। পুলিশের বিরুদ্ধে লাগাতার অসহযোগিতার অভিযোগ তুলেছেন সজল ঘোষ। এদিকে এই পুজোর উদ্বোধন করে গিয়েছেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মহালয়ার পর থেকেই নেমেছে মানুষের ঢল। উদ্বোধনের পর এক্কেবারে জনসমুদ্র। এবার এখানে ভিড় সামাল দিতে অভিনব হাতিয়ার কলকাতা পুলিশ।
সন্ধ্যার ভিড়টা বাড়তেই দেখা গেল ভিড় সামলাতে নতুন পন্থা নিয়েছে পুলিশ। লাঠির বদলে লাঠির আকারে বেলুন ব্যবহার করা হচ্ছে। পুলিশ কর্মীদের কথায়, লাঠি ব্যবহার করা যাবে না। আবার গায়ে হাত দিলেও সমস্যা। তাই বেলুনের মতো জিনিস দিয়ে তৈরি লাঠি ব্যবহার করেই ভিড় সামলাচ্ছেন তাঁরা।
আরও পড়ুনঃ ফেলুদা বাঙালির আবেগ, সত্যজিৎ বাঙালির অস্মিতা; উত্তরের ‘গুপ্তধন’ দর্জিপাড়া সর্বজনীন
তবে শুধু সন্ধ্যা থেকেই নয়, সপ্তমীর সকাল থেকেই এখানে দেখা যাচ্ছিল ভিড়ের ছবিটা। নদিয়া থেকে সপরিবারে এসেছেন এক দর্শনার্থী।
তিনি বলছেন, “এই থিমের সঙ্গে ভারতের আবেগ জড়িয়ে আছে। তাই অত দূর থেকে ছুটে আসে। আরও ঠাকুর দেখব। কিন্তু এই থিম স্পেশ্যাল।”