Saturday, 2 August, 2025
2 August, 25
Homeআবহাওয়াWeather Update: তিনটি নিম্নচাপ এবং চারটি ‘ভারী বৃষ্টি’; বর্ষণমুখর জুলাই শেষ করল...

Weather Update: তিনটি নিম্নচাপ এবং চারটি ‘ভারী বৃষ্টি’; বর্ষণমুখর জুলাই শেষ করল কলকাতা! উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস 

সামনের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

তিনটি নিম্নচাপ এবং চারটি ‘ভারী বৃষ্টি’ দিয়ে শেষ পর্যন্ত বর্ষণমুখর জুলাই শেষ করল কলকাতা। তবে বর্ষার চার মাসের মধ্যে দ্বিতীয় এই মাসকে বহুদিন মনে রাখবে বাংলা। কারণ, ২০২৫–এর জুলাই একাধিক রেকর্ড গড়ে ঢুকে পড়ল পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি–র (আইআইটিএম) ডেটাবেসেও।

আরও পড়ুনঃ শত্রুদের কালঘাম, মজবুত ভারতীয় নৌসেনার হাত

আবহবিদদের হিসেব বলছে, মাসের শেষ দিন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ৬৬৭.২ মিলিমিটার। গত দশ বছরে কোনও জুলাইয়েই এর চেয়ে বেশি বৃষ্টি পায়নি শহর। গত ২৫ বছরে জুলাইয়ে এর চেয়ে বেশি বৃষ্টির নজির রয়েছে মাত্র একবার — ২০০৭–এ (৭১৫.৫ মিমি)। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রাবল্য অনেকটাই কমবে। তবে উত্তরবঙ্গে সামনের সাতদিনই প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

এ বছরে দেশে গড় বৃষ্টির পরিমাণ অন্য বছরকে ছাপিয়ে যাবে — ২০২৫–এর জুন–সেপ্টেম্বরের চার মাস সম্পর্কে এমনটাই জানিয়েছিল মৌসম ভবন। তবে মে থেকেই কলকাতা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেতে শুরু করেছিল। আইআইটিএম জানিয়েছে, মে–র কলকাতা গড়ে ১১৮.৫ মিমি বৃষ্টি পায়। এ বছর পেয়েছে ১৫৫.৮ মিমি। জুনে অবশ্য গড় বৃষ্টির (২৭৬.৭ মিমি) চেয়ে সামান্য পিছিয়ে ছিল (২৪৮.২ মিমি) শহর।

কিন্তু সব খামতি পুষিয়ে দিল জুলাই। এ মাসে কলকাতায় গড়ে ৩৭১.৬ মিমি বৃষ্টি হয়। কিন্তু এ বছর তার চেয়ে প্রায় ৩০০ মিমি বেশি বৃষ্টি হয়েছে শহরে। আবহবিদরা জানিয়েছেন, ৩১ দিনের জুলাইয়ে কলকাতা বৃষ্টি পেয়েছে ২৭ দিন। এর মধ্যে ‘ভারী বৃষ্টি’ হয়েছে চার বার। ২৪ ঘণ্টায় কোনও জায়গায় ৬৫ মিমি বা তার চেয়ে বেশি বৃষ্টি হলে তাকে ‘ভারী বৃষ্টি’ আখ্যা দেন আবহবিদরা।

আরও পড়ুনঃ ফের এক দুঃসংবাদ! রবিবার বন্ধ থাকছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

মাসের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত বৃষ্টিতে জেরবার শহরবাসীর অনেকেই জানতে চাইছিলেন, বৃষ্টি থেকে সাময়িক হলেও রেহাই মিলবে কবে। বৃহস্পতিবার বিকেলে সেই প্রশ্নেরই জবাব দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি নিজের পুরোনো অবস্থান ছেড়ে বেশ কিছুটা উত্তরে সরে গিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে কোনও কোনও জায়গায়। তবে সামনের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হবে। আজ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল, শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির (সাত থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। ওই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির (সাত থেকে ১১ সেমি) সম্ভাবনা খুব বেশি।

এই মুহূর্তে

আরও পড়ুন