Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBankura: চাপ বাড়াচ্ছে কুড়মিরা; পুজোর মুখে রেল অবরোধের সিদ্ধান্ত

Bankura: চাপ বাড়াচ্ছে কুড়মিরা; পুজোর মুখে রেল অবরোধের সিদ্ধান্ত

২০ সেপ্টেম্বর থেকে রেল টেকা করার কথা জানানো হয়েছিল সমস্ত দফতরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্যকান্ত চৌধুরী, বাঁকুড়া

আদিবাসী স্বীকৃতির দাবিতে পুজোর মুখে কুড়মি সম্প্রদায়ের এই রেল টেকা আন্দোলনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেও পুজোর মুখে নিজেদের রেল অবরোধের আন্দোলনের সিদ্ধান্তে অনড় জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়। কিন্তু, আদালতের সেই রায়ের পরেও নিজেদের আন্দোলনের সিদ্ধান্ত থেকে এখনই সরে আসছে না জঙ্গলমহলের কুড়মিরা। কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় মাহাতো, কুড়মি সমাজের রাজ্য যুব সভাপতি পরিমল মাহাতোদের দাবি, প্রায় ৬ মাস আগে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। চিঠি দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে রেল টেকা করার কথা জানানো হয়েছিল সমস্ত দফতরে। সরকার সেই আন্দোলন থেকে কুড়মিদের বিরত করতে চাইলে আগেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে পারতো। তা না করে শেষ মূহুর্তে আদালতের রায়পকে হাতিয়ার করে এখন আন্দোলনকারীদের ভীতি প্রদর্শন করছে প্রশাসন।

আরও পড়ুনঃ ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি দাম কী ভাবে জানা যাবে, জানিয়ে দিল কেন্দ্র

আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে আসছে এ রাজ্যের জঙ্গলমহলে বসবাসকারী কুড়মি সম্প্রদায়। তাঁদের দাবি, ১৯৩১ সালের জনগণনা পর্যন্ত তাঁদের প্রিমিটিভ ট্রাইব হিসাবে উল্লেখ করা হলেও স্বাধীনতা পরবর্তীতে কুড়মিদের আদিবাসী স্বীকৃতি হারিয়ে যায়। সেই স্বীকৃতি ফের ফিরিয়ে আনার দাবিতে বারংবার তাঁরা আবেদন-নিবেদন করে রাজ্য ও কেন্দ্রের সরকারের কাছে। সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে সুপারিশও পাঠায়। কিন্তু কেন্দ্রের সরকার সেই সুপারিশের বেশ কয়েকটি পয়েন্টে কমেন্ট ও জাস্টিফিকেশান চেয়ে পাঠায় রাজ্য সরকারের কাছে। কুড়মিদের দাবি সেই কমেন্ট ও জাস্টিফিকেশান জমা দেওয়ার ক্ষেত্রে ২০১৭ সাল থেকে লাগাতার গড়িমসি করছে রাজ্য।

আরও পড়ুনঃ সিঙ্গাপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা; প্রয়াত গায়ক জ়ুবিন গর্গ

এই কমেন্ট ও জাস্টিফিকেশান পাঠানোর দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে জঙ্গলমহলের একাধিক জায়গায় রেল টেকা অর্থাৎ রেল অবরোধের ডাক দেয় কুড়মি সমাজ। পুজোর মুখে এই রেল অবরোধের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করে পুরুলিয়ার একাধিক ব্যবসায়ী ও সামাজিক সংগঠন। আর সেই মামলাতেই আদালত ওই রেল অবরোধে নিষেধাজ্ঞা দিয়েছে। আদালত নিষেধাজ্ঞা জারি করলেও কুড়মি সমাজ আপাতত রেল টেকা আন্দোলন থেকে সরছে না বলেই স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। কুড়মি সমাজের দাবি আদালত এর আগে কুড়মিদের দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারকে জানিয়েছিল। রাজ্য সেই অনুরোধ রাখেনি। তাঁরা ইতিমধ্যেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছেন। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।

এই মুহূর্তে

আরও পড়ুন