Tuesday, 29 July, 2025
29 July, 25
HomeকলকাতাMohun Bagan Day: হবে না 'সমস্যা' বাড়ি ফিরতে! অতিরিক্ত পরিবহন পরিষেবা মোহনবাগান...

Mohun Bagan Day: হবে না ‘সমস্যা’ বাড়ি ফিরতে! অতিরিক্ত পরিবহন পরিষেবা মোহনবাগান দিবসে

নির্দিষ্ট সময়ের পরে ও রাস্তায় চলবে বাস। এমনকি ফেরিঘাট থেকে ও মিলবে অতিরিক্ত ফেরি পরিষেবা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২৯ শে জুলাই নিঃসন্দেহে সবুজ-মেরুন সমর্থকদের কাছে একটি বিশেষ দিন। অন্যান্য বছর গুলির মতো এবার ও গৌরবের সঙ্গে পালিত হবে মোহনবাগান দিবস। যার অপেক্ষায় থাকে আপামর মোহন জনতা। মঙ্গলবার দুপুর দুটোয় ক্লাবের পতাকা উত্তোলনের পাশাপাশি বিকেলে ক্লাবের মাঠেই প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে ক্লাবের তরফে। এছাড়াও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশিষ্ট ব্যক্তিবর্গকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ক্রীড়া জগতের বহু ব্যক্তিবর্গ‌।

আরও পড়ুনঃ বিরোধীদের তীব্র আক্রমণ! “আপনারা নিজের দেশের বিদেশমন্ত্রীর বক্তব্য বিশ্বাস করছেন না”; বিরোধীদের নিশানা শাহর

এছাড়াও উপস্থিত থাকতে চলেছেন একাধিক সঙ্গীত শিল্পী। বর্তমানে এই অনুষ্ঠানের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। বলতে গেলে অন্যান্য বছর গুলির মতো এবার ও হয়তো উপস্থিত থাকতে দেখা যাবে ক্লাবের বিরাট সংখ্যক সমর্থকদের। তবে অনুষ্ঠান শেষে যাতে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা না হয় সেইকথা মাথায় রেখেই এবার অতিরিক্ত পরিবহন পরিষেবা চালু রাখার কথা জানানো হয়েছে ময়দানের এই প্রধানের তরফে। যারফলে নির্দিষ্ট সময়ের পরে ও রাস্তায় চলবে বাস। এমনকি ফেরিঘাট থেকে ও মিলবে অতিরিক্ত ফেরি পরিষেবা। যা নিঃসন্দেহে অনেকটাই সাহায্য করবে সকল সমর্থকদের।

জানা গিয়েছে রাতে অতিরিক্ত বাস চলবে হাওড়া স্টেশন থেকে শুরু করে শিয়ালদহ ও শ্যামবাজারের উদ্দেশ্যে। এছাড়াও প্রায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ফেরি ঘাট। সেই নিয়ে যথেষ্ট খুশি ফুটবলপ্রেমীরা। উল্লেখ্য, এবারের এই ঐতিহাসিক দিনে মোহনবাগান রত্নে সম্মানিত হতে চলেছেন স্বপন সাধন বসু ওরফে টুটু বসু। সেই নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ ক্লাব সচিব সৃঞ্জয় বসু। এছাড়াও সেরা উদীয়মান প্রতিভা হিসেবে সম্মানিত হতে চলেছেন ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। এছাড়াও সেরা ফরোয়ার্ড হিসেবে নির্বাচিত হয়েছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।

আরও পড়ুনঃ কেঁপে উঠল আন্দামান; রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২

উল্লেখ্য, গত মরসুমের শুরুতে কিছুটা অফকালার থাকলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন এই অজি গোলমেশিন। বলাবাহুল্য, তাঁর গোলেই শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার তাঁকে সম্মানিত করার পালা।

এই মুহূর্তে

আরও পড়ুন