Monday, 3 November, 2025
3 November
Homeআন্তর্জাতিক নিউজParis: বন্ধ করা হল প্যারিসের জাদুঘর, নেপোলিয়নের গয়না লুট, হুড়োহুড়ি পর্যটকদের

Paris: বন্ধ করা হল প্যারিসের জাদুঘর, নেপোলিয়নের গয়না লুট, হুড়োহুড়ি পর্যটকদের

ঠিক যেন সিনেমা! জানলা ভেঙে লুভ্‌রের একটি ঘরে ঢুকে লক্ষ লক্ষ টাকার গয়না লুট করলেন দু’জন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঠিক যেন সিনেমা! জানলা ভেঙে লুভ্‌রের একটি ঘরে ঢুকে লক্ষ লক্ষ টাকার গয়না লুট করলেন দু’জন। ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন তৃতীয় জন। যে গয়নাগুলি চুরি গিয়েছে, তা ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং সম্রাজ্ঞি জোসেফিনের। রবিবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে গেল প্যারিসের জাদুঘরে। ভয়ে ছুটোছুটি শুরু করলেন পর্যটকেরা। বন্ধ করে দেওয়া হয়েছে জাদুঘর। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁরা মনে করছে, পরিকল্পনা করেই করা হয়েছে লুট।

আরও পড়ুনঃ ‘ট্রাম্প আর নয়’, আমেরিকার রাজপথে হাজার হাজার মানুষ! জোরালো হচ্ছে ‘নো কিংস’ কর্মসূচি

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি ঘটনার কথা এক্স (সাবেক টুইটার)-এ ঘোষণা করেন। তিনি জানান, রবিবার সকালে জাদুঘর খুলতেই তাতে ‘ডাকাতি’ হয়েছে। কেউ হতাহত হননি। সঙ্গে সঙ্গেই জাদুঘরের তরফে তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

পুলিশের একটি সূত্রে বলছে, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটেই ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা। সেই লিফটে করে তাঁরা পৌঁছে যান উদ্দিষ্ট ঘরে, যেখানে রাখা ছিল নেপোলিয়ানের গয়না। জানলা ভেঙে ঘরে প্রবেশ করেন দুই অভিযুক্ত। সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন এক জন। জাদুঘরের এক কর্মী বলেন, ‘‘জানলা ভেঙে ঘরে প্রবেশ করেন দু’জন। তার পরে নেপোলিয়ান এবং সম্রাজ্ঞির মোট ন’টি গয়না চুরি করেন। তার মধ্যে রয়েছে নেকলেস, ব্রোচ-সহ আরও অনেক কিছু।’’

১৮০৪ সালে নেপোলিয়ান এবং জোসেফিনের অভিষেকের পরে এই গয়নাগুলি তৈরি করা হয়েছিল। ফ্রান্সের ইতিহাসে এগুলি গুরুত্বপূর্ণ। নেপোলিয়ানের অভিষেকের পরে বহু গয়না তৈরি করানো হয়েছিল। সেগুলির মধ্যে অনেক গয়নাই ফরাসি বিপ্লবের সময়ে ছিনতাই করা হয়েছিল। তার মধ্যে কিছু গয়না পরে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ দোলাচলে আফগানিস্তান! পাকিস্তানকে ফের বিশ্বাস; সংঘর্ষ বিরতিতে রাজি আফগানিস্তান, ঠকবে না তো?

এক পর্যটকের কথায়, ‘‘রবিবার সকালয় ১০টায় জাদুঘরের প্লাজ়ায় দাঁড়িয়ে ছিলাম। লাইনে ছিলেন হাজার হাজার মানুষ। সাড়ে ১০টা নাগাদ রক্ষীরা এসে জানান, জাদুঘর বন্ধ হয়ে গিয়েছে। কেউ চুরির চেষ্টা করেছেন। কিছু ক্ষণ পরে আরও পুলিশ এসে লোকজনকে সরাতে থাকেন।’’ অন্য এক পর্যটক জানান, প্রায় আধ ঘণ্টা ধরে সাইরেন বেজেছে জাদুঘরে। আতঙ্কে বহু মানুষ ছুটোছুটি শুরু করেন।

ফরাসি সংবাদমাধ্যম ‘ল ফিজারো’ জানিয়েছে, রবিবার সকালে যখন জাদুঘরের দরজা খোলা হয়, প্রথম দর্শনার্থী সেখানে প্রবেশ করেন, তখনই চুরির ঘটনা প্রকাশ্যে আসে।

এই মুহূর্তে

আরও পড়ুন