Tuesday, 14 October, 2025
14 October
Homeআবহাওয়াWeather Update: আশাভঙ্গের পুজো! বৃহস্পতিতে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

Weather Update: আশাভঙ্গের পুজো! বৃহস্পতিতে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলো সোমবার সকালে। এ দিন হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপটি আজ, মঙ্গলবারই উত্তর–পশ্চিম দিকে এগোতে শুরু করবে। পুজো শুরু হতে এখনও চার–পাঁচ দিন বাকি।

তবে এই নিম্নচাপ কেটে পুজোয় বৃষ্টির সম্ভাবনা কমবে বলে আশা করেছিলেন যাঁরা, তাঁদের আশাভঙ্গের সম্ভাবনাও রয়েছে। কারণ বৃহস্পতিবার পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর। তাদের ধারণা, দ্বিতীয় নিম্নচাপটি তুলনামূলক ভাবে বেশি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

আরও পড়ুনঃ বিপন্ন কলকাতা! জলবন্দি গোটা উন্নয়নের শহর তিলোত্তমা

এই গভীর নিম্নচাপের প্রভাবেই পুজোয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের মতে, নিম্নচাপটি শুক্রবার উত্তর–পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে ওডিশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর সীমানা দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

ওই জায়গা বাংলা থেকে অনেকটা দূরে হলেও আবহবিদদের মতে নিম্নচাপটি এতটাই শক্তিশালী হবে যে, তার প্রভাবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ পুজোয় জামা নয়, কিনুন ছাতা, রেইনকোট; চতুর্থী থেকে আসল ধাক্কা

সোমবার তৈরি নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা বাতাস বইতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কাল বুধবার এবং পরশু বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ১৫টি জেলার প্রায় সবক’টিতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন