Thursday, 17 July, 2025
17 July, 25
Homeআবহাওয়াWeather Update: সাবধান, ঘোর বিপদ বাংলার, চিন্তা বাড়ছে পশ্চিমে

Weather Update: সাবধান, ঘোর বিপদ বাংলার, চিন্তা বাড়ছে পশ্চিমে

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে ভ্যাপসা গরমের দাপট চলবেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের সব জেলায়। এ বার সেই নিম্নচাপ শক্তি খুইয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। কাজেই বুধবার থেকে তার প্রভাবও কমতে চলেছে রাজ্যে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কমলেও এখনই ঝড়বৃষ্টি থামছে না! বরং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ উচ্চতা ৪৩৪ ফুট! ছাপিয়ে উপচে পড়ছে মুকুটমনিপুরের জল; একবার ঘুরে আসবেন না কি?

বুধবারও সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। মোটের উপর সারা দিন আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সব কারণে বুধবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে রয়েছে। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩।৫ ডিগ্রি কম।

আরও পড়ুনঃ আজ থেকে কর্কট রাশিতে সূর্য, নতুন বিনিয়োগের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ

বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তা ছাড়া, আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। বুধবার উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। মাঝে দু’দিন বিরতির পর সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

এই মুহূর্তে

আরও পড়ুন