Monday, 7 July, 2025
7 July, 2025
Homeউত্তরবঙ্গNorth Bengal: সরগরম উত্তর; বিকালে মমতা, সকালে শুভেন্দু

North Bengal: সরগরম উত্তর; বিকালে মমতা, সকালে শুভেন্দু

সব মিলিয়ে ভোটের আগে দুই দলের দুই হেভিওয়েটকে সামনে রেখে ছাব্বিশের সলতেটা পাকিয়ে নিতে চাইছেন উত্তরের দুই শিবিরের নেতারাই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

জন বার্লার তৃণমূলে যোগদান নিয়ে সরগরম উত্তরের রাজনীতি। এরইমধ্যে সোমবার থেকে চারদিনের শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর বাণিজ্য বৈঠকের আগেই বানারহাটে পদযাত্রা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য-রাজনীতির দুই হেভিওয়েটের সফর ঘিরে সরগরম উত্তর।

আরও পড়ুন: ফাটল দেখা দিল বাগ্রাকোট লুপ পুলের দু’ধারের অ্যাপ্রোচ রোডে

সোমবার বিকালে শিলিগুড়ি পৌঁছেই বাণিজ্য সম্মেলন করার কথা মমতার। রাতে উত্তরকন্যায় থেকে পরদিন কাছেই একটি মাঠে সরকারি সভায় যোগ। বুধবার উত্তরকন্যায় একাধিক জেলাকে নিয়ে প্রশাসনিক সভা করার কথা রয়েছে। অন্যদিকে মমতা সোমবার শিলিগুড়িতে পৌঁছানোর আগেই সকালে আসছেন শুভেন্দু অধিকারী। তিনি আবার বাগডোগরা পৌঁছে বানারহাটে বার্লার ঘাটিতে গিয়ে সভা করবেন।

মমতার সফরের আগে এখন থেকেই সেজে উঠছে শিলিগুড়ি। পোস্টার, ব্যানার, ফ্লেক্সে ছয়লাপ মমতার যাত্রাপথ। অন্যদিকে বানারহাটে গেরুয়া পতাকায় মুড়ছে রাস্তা। সব মিলিয়ে ভোটের আগে দুই দলের দুই হেভিওয়েটকে সামনে রেখে ছাব্বিশের সলতেটা পাকিয়ে নিতে চাইছেন উত্তরের দুই শিবিরের নেতারাই।  গৌতম দেব বলছেন, “কয়েক’টা নির্বাচন ও উপনির্বাচনে উত্তরবঙ্গে একাধিক সিট আমাদের হাতে এসেছে। তাই আগামী নির্বাচনে বেশি আসন আমাদের টার্গেট। মুখ্যমন্ত্রী আসছেন। নানা কর্মসূচি আছে। আমরাও উজ্জীবিত হব। উত্তরবঙ্গে বিজেপি হারবে। আর বার্লা দলে আসায় চা বলয়ে আমাদের শক্তি আরও বাড়ল।”

আরও পড়ুন: হাত পেতে ঘুষ নিচ্ছে ‘গুণধর’ সিভিক, ভিডিয়ো ভাইরাল 

তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শঙ্কর ঘোষ বলছেন, “মুখ্যমন্ত্রী হাওয়া বদল করতে আসছেন। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে আয়না দেখাবেন। তাই আসছেন। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ফটো সেশন করবেন। এছাড়া কাজ নেই।” এখানেই না বার্লা ইস্যুতে আক্রমণের ধার আরও বাড়িয়ে তিনি বলেন, “তৃণমূলের টার্গেট বৃদ্ধির স্বপ্ন অধরাই থাকবে। ছাব্বিশের নির্বাচনের আগে পরিস্থিতিটাই এমন হবে যে তৃণমূল হারবে। রাজ্যে আমাদের সরকার হবে। আর যে বার্লাকে নিয়ে তৃণমূল নাচছে উনি সুবিধার রাজনীতির পোস্টার বয়।”

এই মুহূর্তে

আরও পড়ুন