Sunday, 6 July, 2025
6 July, 2025
Homeউত্তরবঙ্গMamta Banerjee: ‘পুলিশ যদি ট্যাক্স তোলে, তাহলে…’, ছোট ব্যবসায়ীর কথা শুনেই যা...

Mamta Banerjee: ‘পুলিশ যদি ট্যাক্স তোলে, তাহলে…’, ছোট ব্যবসায়ীর কথা শুনেই যা বললেন মমতা

বৈঠক থেকেই সেই সমস্ত সমস্যার অধিকাংশেরই সমাধান বাতলে দেন মুখ্যমন্ত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে তিনি শিলিগুড়িতে ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫’- থেকে পুলিশের উদ্দেশেই কড়া বার্তা দেন মমতা। পুলিশের টাকার তোলার বিষয়টি উঠে আসে তাঁর কথায়।

আরও পড়ুন: ফেসবুকে পরিচয়, পরকীয়ার জেরে তৃণমূল কর্মীর স্ত্রী-কে নিয়ে পালালেন বিজেপি কর্মী

এদিনের সভায় একাধিক শিল্পপতি তাঁদের ব্যবসা  ও তাঁর বৃদ্ধির প্রয়াস-পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। কার কোথায় কোন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী জানান। বৈঠক থেকেই সেই সমস্ত সমস্যার অধিকাংশেরই সমাধান বাতলে দেন মুখ্যমন্ত্রী। এরকমই এক ছোট ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে একটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, টোল ট্যাক্স, জিএসটি, পুলিশ ইত্যাদির হয়রানিতে কস্টিং বেড়ে যায়। এটা গোটা দেশ জুড়ে। এটা আমাদের চরম কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। গাড়ি ভাড়াও বেড়ে গিয়েছে। ওরা যদি কোনও জায়গায় একশো টাকা খরচ করে, আমাদের কাছে পাঁচশোর টাকা কথা এসে শোনায়।”

ওই ব্যবসায়ীর কথা শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলেন, “টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের। এখন তো একটাই ট্যাক্স। আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম আমি নেব না। তবে আমরা একটা অনুরোধ করে দেখতে পারি। কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।” কিছুটা থামার পর তিনি বলেন, “তবে পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।”

আরও পড়ুন: টিটাগড়ে কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ, তুমুল আতঙ্কে ছোটাছুটি বাসিন্দাদের

পুলিশের ভূমিকা নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের বিরুদ্ধে এর আগেও টাকা তোলার অভিযোগ সামনে এনেছেন ছোট ব্যবসায়ীরা। তার জেরে একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছিল ছোট গাড়ির চালকরাও। এবার মুখ্যমন্ত্রীর সামনেই সরাসরি তুলে ধরা হল সেই বিষয়টি।

এই মুহূর্তে

আরও পড়ুন