কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আজ ভারতী ঘোষের মৃত্যুর খবরে ঠিক এই অভিব্যক্তি ব্যক্ত করলেন, তার ছাত্রী মান্তু ঘোষ। তিনি জানালেন আমার প্রথম কোচ ছিলেন উনি। উনার কাছ থেকেই আমার টেবিল টেনিসের হাতে খড়ি।
আরও পড়ুন: Siliguri: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ
আমি নিজে বিশ্বাস করি উনি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। মান্তু ঘোষ এ দিন তার প্রাক্তন কোচের মৃত্যুর খবর পেয়ে সরাসরি পৌঁছে গিয়েছিলেন , নার্সিংহোমে। মান্তু জানালেন আজকে আমার প্রচন্ড কষ্টের এবং দুঃখের দিন। (বাই) আমাদের সাথে আর নেই। এই কষ্ট আমার সাথে অনেক দিন থাকবে, বা বলতে পারা যায় চিরদিন থাকবে। আমি ওনার ঋণ কোনদিন শোধ করতে পারব না।
আরও পড়ুন: Siliguri: ক্রিকেট মাঠে বিধায়ক, বিশালয় প্রিমিয়ার লিগের উদ্বোধনে শংকর ঘোষ
আমি যতদূর দেখেছি ওনাকে উনি ছিলেন টেবিল টেনিসের নিবেদিত প্রাণ। ওনার কাছ থেকে আমার এবং আমাদের অনেক কিছু শিখবার আছে। উনি একধারে ছিলেন কোচ, অন্যদিকে ছিলেন সমাজসেবী মানুষ। দুস্থ টেবিল টেনিস খেলোয়ারদের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন এই বয়সেও সেটা প্রশংসার যোগ্য। এদিন ওনার মৃত্যুর খবর পেয়ে সরাসরি নার্সিংহোমে পৌঁছে যান, মান্তু ঘোষ। পৌঁছে যান শিলিগুড়ির অনেক কৃতির টেবিল টেনিস খেলোয়ারও। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তাবড় তাবড় ব্যক্তিত্বরা।