রাজ্যের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার টাকা ইতিমধ্যে উপভোক্তাদের একাউন্টে ঢুকে গিয়েছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভক্তদের অ্যাকাউন্টে ঢুকে যাবার পরেও বহু উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি তৈরীর কাজ শুরু করেননি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায়। ঘাটাল পঞ্চায়েত সমিতির অজবনগর ১ অঞ্চলের আনন্দপুর এবং মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানির বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পরিদর্শন করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার এবং সহ-সভাপতি বিকাশ কর সহ গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক আধিকারিকেরা।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে শামিল ৫২ জন, হলো সাংগঠনিক সভা
জানা গিয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় বাংলা আবাস যোজনা মোট প্রাপক সংখ্যা ৫৩৬৪ জন। যার মধ্যে প্রথম কিস্তি টাকা উপভোক্তাদের একাউন্টে ঢুকে গেলেও বাড়ির তৈরির কাজ শুরু করেননি ৬৪০ জন উপভোক্তা।
আরও পড়ুন: ফুরফুরা শরীফে তৃতীয়বার পা ফেলতে চলেছেন ঘাসফুল শিবিরের সুপ্রিমো
উপভোক্তাদের একাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০টাকা ঢুকে যাওয়ার পরেও কেন এখনো পর্যন্ত বাড়ি তৈরীর কাজ শুরু করেননি সমস্ত বিষয় বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। দ্রুত বাড়ি তৈরীর কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আধিকারিকেরা।