spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeহুগলীTarakeswar: শৈবতীর্থ তারকেশ্বরে উলটপুরাণ; ব্যতিক্রমী ঘটনা ঘটাল উদয়ন সিনেমা

Tarakeswar: শৈবতীর্থ তারকেশ্বরে উলটপুরাণ; ব্যতিক্রমী ঘটনা ঘটাল উদয়ন সিনেমা

১৯৪৬ সালে হুগলির শেওড়াফুলিতে প্রথম যাত্রা শুরু উদয়ন সিনেমার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

এ যেন উলটপুরাণের গল্প। বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নির্মিত সাড়া জাগানো ছবি ‘হীরক রাজার দেশে’-এর অন্যতম প্রধান চরিত্র উদয়ন পণ্ডিত রাজার উল্টো পথে হেঁটে পাঠশালা খুলে শিক্ষার আলো ছড়াতে চেয়েছিলেন। যদিও হীরক রাজার এক নির্দেশে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর এক উদয়ন স্রোতের বিপরীতে হেঁটে হুগলির শৈবতীর্থ তারকেশ্বরে নতুন সিনেমা হল খুলে সবাইকে চমকে দিয়েছে। আজ শনিবার বিকেল চারটের সময় তারকেশ্বরের ভীমপুর রোডে উদয়ন সিনেমার নতুন প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন হয়ে গেল। একদিকে যখন রাজ্যের সর্বত্রই সিনেমা হলের ঝাঁপ বন্ধ হচ্ছে, তখন নতুন হল খুলে ব্যতিক্রমী ঘটনা ঘটাল উদয়ন সিনেমা।

১৯৪৬ সালে হুগলির শেওড়াফুলিতে প্রথম যাত্রা শুরু উদয়ন সিনেমার। এটাই ছিল জেলার প্রথম সিনেমা হল। যার প্রতিষ্ঠাতা ছিলেন শেওড়াফুলির বিখ্যাত দাঁ পরিবারের কর্তা দেবপ্রসাদ দাঁ। তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। সেই দাঁ পরিবারের উদ্যোগেই তারকেশ্বরে নতুন সিনেমা হল চালু হতে হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই খবরে নতুন করে আশার আলো দেখছে টলিউড।

আরও পড়ুনঃ নিম্নচাপের দরুণ লাগাতার বৃষ্টি বাংলায়, জেরবার অবস্থা প্রতিমা শিল্পীদের

গত এক দশকে সারা রাজ্যে কয়েকশো সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতার এলিট, রক্সি, লাইট হাউস, গ্লোব, প্যারাডাইসের মতো বিখ্যাত সিনেমা হল। হুগলি জেলাতেও বহু সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে আরামবাগের ছায়াবাণী, করুণা ও সুধানীল এবং তারকেশ্বরের ঊষা ও রবীন্দ্র হল। তখন কোন সাহসে আবার নতুন করে সিনেমা হল খুলতে যাচ্ছে উদয়ন সিনেমা?

উদয়নের অন্যতম কর্ণধার রুদ্রপ্রসাদ দাঁ বলেন, ‘দেখুন সিনেমা হলগুলি বন্ধ হওয়ার প্রধান কারণ হলো পরিকাঠামোর অভাব। আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না অনেক হল মালিক। আমাদের কাছে এটা একটা প্যাশন। তার জন্যই আমরা তারকেশ্বরে হলটা চালু করলাম।’ এখানে সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৯৯ টাকা। টিকিটের সর্ব্বোচ্চ দাম ২৪৯ টাকা।

আরও পড়ুনঃ লাগাতার বৃষ্টি, বৃষ্টির মধ্যেই চুপিচুপি চলছিল কাজ, পুলিশ দেখেই ট্রাক্টর ফেলে চম্পট

সম্প্রতি রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শন বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাজ্যের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে ৩৬৫ দিনই অন্তত একটি প্রাইম টাইম শো-তে বাংলা ছবি দেখাতেই হবে। প্রাইম টাইম হিসেবে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়েছে।

রুদ্রপ্রসাদের কথায়, ‘রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে বাঙালি দর্শকরা আরও বেশি করে হলমুখো হবেন। এটা সিনেমা হল মালিকদের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাতে আমাদের মতো সিনেমা হল মালিকরা উজ্জীবিত হবেন।’

এই মুহূর্তে

আরও পড়ুন