Tuesday, 16 September, 2025
16 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeহুগলীHooghly: শোরগোল আরামবাগে! ফুচকা খেয়ে অসুস্থ কমপক্ষে ৬০ জন!

Hooghly: শোরগোল আরামবাগে! ফুচকা খেয়ে অসুস্থ কমপক্ষে ৬০ জন!

ফুচকা খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বর:

ফুচকা খেয়ে পরপর অসুস্থ একইগ্রামের কমপক্ষে ৬০। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির আরামবাগে। অসুস্থদের মধ্যে অধিকাংশই ভর্তি হাসপাতালে।

আরও পড়ুন: ‘‘বোঝো ঠ্যালা’’;  বাড়িতে বাড়িতে আপাতত বসানো হচ্ছে না স্মার্ট মিটার, বিজ্ঞপ্তি জারি 

আরামবাগের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করেন অনেক ব্যবসায়ীই। রবিবার সন্ধ্যায় আরামবাগ ব্লকের মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুরে যান এক ফুচকা বিক্রেতা। স্বাভাবিকভাবেই শিশু ও মহিলা-সহ গ্রামের অনেকে তাঁর দোকান থেকে ফুচকা খান। অভিযোগ, তারপর থেকে একে একে গ্রামে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। সকলেরই একই উপসর্গ, বমি ও পেটের সমস্যা। সোমবার সকালে অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৬০-এ।

আরও পড়ুন: মমতা জানিয়েছেন, “করোনা নিয়ে উদ্বেগের কোনও প্রয়োজন নেই”; আক্রান্তের সংখ্যা একটু একটু করে বাড়ছে, তা স্পষ্ট

জানা গিয়েছে, অসুস্থদের অনেককে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের পূর্ব কেশবপুর মসজিদতলা এলাকার মেডিক্যাল ক্যাম্পে পাঠানো হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দা মিনহাজ আহমেদ বলেন, “পূর্ব কেশবপুরে এক ফুচকাওয়াল ফুচকা বিক্রি করেছে। সেই ফুচকা খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ক্যাম্প চলছে। সবার চিকিৎসা চলছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন