চারপাশ ঢেকেছে ধোঁয়ায়। সন্তোষপুর স্টেশন চত্বর গিলে খাচ্ছে বিধ্বংসী আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। আগুনের জেরে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। কিন্তু কীভাবে এই আগুন লাগল? তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ দুর্নীতির ছায়া র্যাশন ডিলারশিপেও! এবার ‘অযোগ্য’ অভিযোগ উঠল র্যাশনের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রেও
এদিন প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি দোকানে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বালতি-বালতি জল নিয়ে এগিয়ে যান তারা। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আসে না। উল্টে তা নিমিষে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্টেশন চত্বর জুড়ে বেশ কিছু ঝুপড়ি এলাকা থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। হয়ে ওঠে আরও বিধ্বংসী। তখনই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
আরও পড়ুনঃ দুর্নীতির ছায়া র্যাশন ডিলারশিপেও! এবার ‘অযোগ্য’ অভিযোগ উঠল র্যাশনের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রেও
কোনও একটি দোকানের গ্যাস সিলেন্ডার থেকেই আগুনের উৎপত্তি বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল বাহিনী। আগুনের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। দাহ্য পদার্থ দিয়ে দোকান ও ঝুপড়িগুলো তৈরি হওয়ায় বেশির ভাগই জ্বলে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুড়ে ছাই স্টেশন সংলগ্ন ১২টি দোকান। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
শুধু তাই নয়, এই আগুনের জেরে প্রভাব পড়েছে রেল চলাচলেও। স্টেশন লাগোয়া এলাকায় আগুন লাগায় প্রভাব পড়েছে বজবজ-শিয়ালদহ লাইনে। প্ল্যাটফর্ম জুড়ে জনমানসে ছড়াছড়ি, ট্রেন ঢুকছে কিন্তু অনেকটাই দেরিতে। আগুনের কারণে বাড়তি দুর্ঘটনা এড়াতেই স্বাভাবিকের তুলনায় অল্প গতিতে চলছে ট্রেন। ফলত ভোগান্তির শিকার যাত্রীরাও।



