Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গDumdum: দমদমবাসী অতিষ্ঠ পকাইয়ের তাণ্ডবে! তোলার টাকা না পেয়ে তুমুল তাণ্ডব

Dumdum: দমদমবাসী অতিষ্ঠ পকাইয়ের তাণ্ডবে! তোলার টাকা না পেয়ে তুমুল তাণ্ডব

লুঠ নগদ ৩০০০০ টাকা। ঘটনাটি ঘটেছে দমদম বিধানসভা কেন্দ্রে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তোলার টাকা না পেয়ে তুমুল তাণ্ডব। দোকান ভাঙচুর দুষ্কৃতীদের। শুধু তাই নয়, দোকানের কর্মচারিকেও মারধরের অভিযোগ। এমনকী, হাতে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। লুঠ নগদ ৩০০০০ টাকা। ঘটনাটি ঘটেছে দমদম বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর হাইস্কুলে সন্ধে নামলেই স্কুলে বসছে মদের আসর

জানা গিয়েছে, বুধবার ভর সন্ধ্যেবেলায় ঘটনাটি ঘটেছে। রায় মল্লিক কলোনির রাস্তার ধারে একটি ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে। সেখানেই কুখ্যাত দুষ্কৃতী পকাই দাস সদলবলে হামলা চালায় দোকানের মালিক সন্দীপ দত্তের উপর বলে অভিযোগ। এলাকাবাসী জানিয়েছেন, এই পকাই এলাকার দুষ্কৃতী। কয়েক মাস আগেই জেল মুক্তি হয়েছে তাঁর। এরপর এরপর থেকে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ছয় থেকে সাত জন দুষ্কৃতী সন্ধেবেলা দোকানে আসে। তারপর টাকা চায়। সেই টাকা না দেওয়ায় দোকানের কর্মচারীকে মারধর ও পরে দোকান ভাঙচুর খাবার ফেলে দেওয়ার অভিযোগ।

আরও পড়ুনঃ কলকাতায় সম্পত্তির সার্কেল রেট বাড়াল সরকার, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশনের খরচ বাড়ছে

দোকানের মালিক বলেন, “আমি যখন ছিলাম না তখন এসেছে। তারপর টাকা পয়সা লুঠ করেছে। এরপর কর্মীদের মেরেছে। এমনকী বিরিয়ানিও নিয়ে গিয়েছে। খাবার ফেলে নষ্ট করেছে। খালি ওকে প্রত্যেক মাসে পয়সা দিতে হবে। এমনকী আমার দোকানের কর্মচারীর গায়ে তেল ঢেলে দিয়েছে। আর একজনের পেটে লাথি মেরেছে। ও জেলের ভিতরে ছিল জেলেই থাকুক।”

এই মুহূর্তে

আরও পড়ুন