Tuesday, 22 July, 2025
22 July, 25
HomeহুগলীDankuni: দুধে ঘাটতির আশঙ্কা! বুধবার থেকেই দুধের সঙ্কট?

Dankuni: দুধে ঘাটতির আশঙ্কা! বুধবার থেকেই দুধের সঙ্কট?

খাটাল বন্ধ হয়ে যাওয়ার ফলে বুধবার থেকেই দুধের সঙ্কট দেখা দিতে পারে রাজ্য জুড়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আদালতের নির্দেশে উচ্ছেদ শুরু ডানকুনিতে। মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে দুধে ঘাটতির আশঙ্কা তৈরি হচ্ছে। ডানকুনির খালের পাশে শতাধিক খাটাল ছিল, তা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ অনুযায়ীই এদিন সকাল থেকে বুলডোজার চালানো হচ্ছে। ৭০০ খাটালে প্রায় ২ লক্ষ মানুষ কাজ করেন। প্রত্যেকেই আশঙ্কায় ভুগছেন। শুধু তাই নয়, রাজ্য জুড়ে দুধের অভাব ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাতে, রাজস্থানে চলে গেল ৬৬৮৮টি সংস্থা

খাটাল মালিকরা বলছেন, এই এলাকায় প্রায় ৭০০ টি খাটাল আছে। প্রতিদিন সেখানে যে দুধ উৎপন্ন হয়, তা রাজ্য জুড়ে সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ খাটাল বন্ধ হয়ে যাওয়ার ফলে বুধবার থেকেই দুধের সঙ্কট দেখা দিতে পারে রাজ্য জুড়ে। খাটাল মালিকদের দাবি, উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষ থেকে বর্জ্য ফেলার চেম্বার ও নিকাশির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে কয়েক হাজার পরিবার উপকৃত হত।

১৯ জুলাইয়ের মধ্যে খাটাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু খাটাল সরিয়ে নেওয়ার কোনও উদ্যোগ দেখাননি খাটাল মালিকরা। এদিন সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ডানকুনি পুরসভার কর্মীরা, প্রাণী সম্পদ দফতরের চিকিৎসক সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মীরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুনঃ ধৃত ৩ ক্যামেরুনের তিন খেলোয়াড়! নেপালে পালানোর ছক

উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে ডানকুনি খালের দুই পারে গজিয়ে উঠেছে অবৈধ খাটাল। ডানকুনি খালের ধারে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে শতাধিক খাটাল গড়ে উঠেছিল বলে অভিযোগ। তার ফলে ক্ষতি হচ্ছিল খালের! বর্তমানে প্রায় সাড়ে আট হাজার গবাদি পশু রয়েছে সেখানে।

এই মুহূর্তে

আরও পড়ুন