Sunday, 3 August, 2025
3 August, 25
Homeরাজ্যSiliguri: নিজের ক্লাবকে নিয়ে এতটা ভাবেন বিধায়ক শংকর ঘোষ!

Siliguri: নিজের ক্লাবকে নিয়ে এতটা ভাবেন বিধায়ক শংকর ঘোষ!

ক্লাব কে আধুনিক করে তুলতে হবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

নিজের পাশের ক্লাব তরুণ তীর্থ ক্লাব। আজকের নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা দান করলেন বিধায়ক শংকর ঘোষ। তিনি আজকে জানালেন আমার পুরনো ক্লাব এবং আমার অনেক স্বপ্ন ছিল এই ক্লাবের সাথে।

আরও পড়ুন: Jhargram: ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের ওড়োতে দৌড় প্রতিযোগিতা

আমি বহুদিন ধরে জড়িয়ে আছি, এই ক্লাবের সাথে, আজকে আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা দিলাম ক্লাবের উন্নয়নের জন্য। অনেক কিছু দরকার ক্লাবের, ক্লাব কে আধুনিক করে তুলতে হবে। তাই এই দশ লক্ষ টাকা  আমি আমার বিধায়কের তহবিল থেকে দান করলাম। আমার পুরনো ক্লাব আমার ছোটবেলার ক্লাব, তাই কিছু করতে পেরে ভালো লাগছে জানালেন বিধায়ক শংকর ঘোষ।

আরও পড়ুন: Trinamul Congress: অন্তর্দ্বন্দ্বের মধ্যে নেতাজী ইন্ডোরে আজ তৃণমূলের সভা

তিনি আরো জানালেন বেড়ে উঠেছি, খাবার আলোচনা করেছি বন্ধুদের কাছ থেকে, বন্ধুদের সাথে সাথে  তাই একটু সাহায্য করলাম। জানালেন বিধায়ক শংকর ঘোষ। আবার যদি সুযোগ পাই আবার চেষ্টা করব  জানালেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন