Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশMumbai: ৪০০ যাত্রী নিয়ে দু’ঘণ্টা আটকে রইল ট্রেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কামরায়...

Mumbai: ৪০০ যাত্রী নিয়ে দু’ঘণ্টা আটকে রইল ট্রেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কামরায় দমবন্ধ অবস্থা, আটকে গেল মনোরেল

সোমবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি জায়গায় মনোরেলটি বিকল হয়ে পড়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ে এ বার বিভ্রাট মনোরেলে। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় দু’ঘণ্টা আটকে পড়ে মনোরেল। সেই সময় ওই ট্রেনে অন্তত ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মনোরেল পরিষেবা চলে মাটির অনেকটা উপর দিয়ে, মাঝপথে হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের উদ্ধারকারী দল যান্ত্রিক সিঁড়ি ব্যবহার করে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস বলেন, ‘‘আতঙ্কিত হবেন না। সকলকে নিরাপদে উদ্ধার করা হবে।’’

আরও পড়ুনঃ বাঙালি বিদ্বেষ! পুজোর মরশুমেও অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছেন ঢাকিরা

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, হারবার লাইন ট্রেন পরিষেবা প্রবল বর্ষণে বন্ধ থাকায় বহু যাত্রী মনোরেলে চড়েন। অতিরিক্ত যাত্রীসংখ্যার কারণে মনোরেল এক দিকে কিছুটা হেলে পড়ে। তার উপর বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ মনোরেল আটকে পড়ে চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মধ্যবর্তী এলাকায়। আতঙ্কিত যাত্রীরা কেউ কেউ জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন বলে দাবি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাতানুকূল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। পরে দমকলের কয়েকটি ক্রেন এবং ল্যাডারের সাহায্যে যাত্রীদের নীচে নামিয়ে আনা হয়।

আরও পড়ুনঃ পুনর্বিবেচনার আর্জি খারিজ; ২৬ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

উদ্ধার হওয়ার পর এক যাত্রী জানিয়েছেন, ট্রেন থেমে যাওয়ার পর কামরার ভেতরে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়। অনেকেরই শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। কয়েক জন যাত্রী কামরার ভেতরে অজ্ঞানও হয়ে যান।

মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানায়, তাদের রক্ষণাবেক্ষণকারী দল ইতিমধ্যে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন