Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeব্যবসা-বাণিজ্যUPI:  না মানলে করতে পারবেন না Google Pay, PhonePe!  নতুন নিয়ম UPI-তে

UPI:  না মানলে করতে পারবেন না Google Pay, PhonePe!  নতুন নিয়ম UPI-তে

১ অগস্ট থেকে এই বদলের মাধ্যমে ইউপিআই সার্ভারে লোড কমানো ও ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে আরবিআই ও এনসিপিআই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইউপিআই (UPI) ব্যবহারকারীদের জন্য এবার ৫টি নতুন নিয়ম নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ১ অগস্ট থেকে এই বদলের মাধ্যমে ইউপিআই সার্ভারে লোড কমানো ও ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে আরবিআই ও এনসিপিআই। কিন্তু কী কী পরিবর্তন দেখা যাবে ইউপিআইতে?

১. ব্যালেন্স চেক করার নতুন লিমিট

এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা প্রতি ইউপিআই অ্যাপে দৈনিক সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবে। অর্থাৎ, কেউ ২টি অ্যাপ থেকে ইউপিআই ব্যবহার করলে সর্বোচ্চ ২x৫০ বা সর্বোচ্চ ১০০ বার নিজের ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারবে। ইউপিআই সার্ভারে লোড কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুক্লা চতুর্থীতে অশ্লেষা নক্ষত্র; সম্পত্তি ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত আজ স্থগিত রাখুন

২. ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কি না তা ইউপিআই ব্যবহারকারীরা দিনে মাত্র ২৫ বারই চেক করতে পারবেন। তবে ব্যবহারকারী প্রথমবার ইউপিআই ব্যবহারের সময় নিজের ব্যাঙ্ক নির্বাচন করে এমন বিষয়ে সম্মতি জানান তবেই লিঙ্ক রয়েছে কি না তা চেক করা যাবে।

৩. অটো পে রেস্ট্রিকশন

বিভিন্ন অ্যাপে আমরা ইউপিআই অ্যাপের মাধ্যমে অটো পে ম্যান্ডেট দিয়ে রাখি। এই অটো পে ম্যান্ডেট ব্যাঙ্কের পিক আওয়ারে আর কাজ করবে না। যে সময় লেনদেন হালকা থাকে, সেই সময়ই এই ম্যান্ডেট কাজ করবে আর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে।

আরও পড়ুন: পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলা! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত অনেকে

৪. ট্রানজ্যাকশন স্টেটাস চেক করার লিমিট

এবার থেকে কোনও পেমেন্ট হওয়ার সময় আটকে গেলে মাত্র ৩ বার সেই পেমেন্ট হয়েছে কি না তা চেক করা যাবে। তার বেশিবার এই চেক করা যাবে না। আর প্রতিবার অন্তত ৯০ সেকেন্ডের গ্যাপে এই পেমেন্ট চেক করতে হবে।

৫. ব্যাঙ্ক ও অ্যাপের জন্যও নিয়ম

এনসিপিআই সব ব্যাঙ্ক ও গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডরকে অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা API-তে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে। এই নিয়ম যে বা যারা মানবে না তাদের জরিমানা করা হতে পারে, ইউপিআই ব্যবহারে তাদের উপর বিভিন্ন সীমাবদ্ধতা বসতে পারে বা সেই সব অ্যাপ ব্যানও হতে পারে। সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডরকে নির্দেশ দেওয়া হয়েছে ৩১ অগস্টের মধ্যে একটি সিস্টেম অডিট করতে ও তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন