Tuesday, 16 September, 2025
16 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাSamik Bhattacharya:  ‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’, মুসলিম জনগোষ্ঠীকে ‘আশ্বাস’  শমীক ভট্টাচার্যের

Samik Bhattacharya:  ‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’, মুসলিম জনগোষ্ঠীকে ‘আশ্বাস’  শমীক ভট্টাচার্যের

সোমবার রাতে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’, দেশের মুসলিম জনগোষ্ঠীকে ‘আশ্বাস’ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। সোমবার রাতে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তাতেই এমনটা বলতে শোনা যায় বিজেপি সাংসদকে।

৪৩ সেকেন্ডের ওই ভিডিয়োয় ইঙ্গিতপূর্ণ ভাবেই একটি ছবিও ব্যবহার করেছেন শমীক ভট্টাচার্য। সেই ছবিতে দেখা যায় একটি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। আর তার সঙ্গে ভেসে আসছে বিজেপি নেতার গলার স্বর।

আরও পড়ুনঃ এসসি শংসাপত্র নিয়ে বড় পদক্ষেপের ভাবনা রাজ্যের, সোশ্যাল মিডিয়ায় সাফল্যের খতিয়ান

শমীককে বলতে শোনা যায়, ‘আমি বারংবার বলেছি, পশ্চিমবঙ্গে যত হিন্দু, হিন্দু উদ্বাস্তু এবং ভারতীয় মুসলিম রয়েছেন তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারওর নেই। যে সকল ভারতীয় মুসলিমরা সেদিন এই দেশ ছেড়ে, এই দেশকে দারুল হরব বলে পূর্ব পাকিস্তানে চলে যায়নি, তাদের পাশে বিজেপি আছে আর থাকবেও। তাদের কেশ স্পর্শ করার ক্ষমতা কারওর নেই, সে যেই কমিশন আসুক না কেন!’ এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন ‘দারুল হরব’ বলতে বোঝায়, যুদ্ধের দেশ অর্থাৎ যেখানে অমুসলিম শাসনব্যবস্থা কায়েম হয়েছে।

আরও পড়ুনঃ পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প! লাল পেড়ে শাড়ি 

উল্লেখ্য, শমীকের মুখে এমন মন্তব্য প্রথম নয়। বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা পরিসংখ্যান তুলে মুসলিম ভোট ‘প্রয়োজন নেই’ বলে দাবি করলেও, ভোটের অঙ্কে এই অংশকে কম গুরুত্ব দিতে ‘নারাজ’ শমীক। আর বিজেপির রাজ্য সভাপতির পদে আসীনের দিনেই তাঁর মুখে সেই বার্তা খুব স্পষ্ট ভাবেই শোনা গিয়েছিল। এমনকি, ওই সময় একাংশের বিদ্যজনেরা বলে উঠেছিলেন, ‘বঙ্গ বিজেপির প্রথম সেক্যুলার নেতা’ শমীকই। কিন্তু ভারতীয় মুসলিমদের ‘আশ্বাস’ দিতে গিয়ে কেনই বা কমিশনের প্রতি ‘আক্রমণাত্মক’ হতে হল তাঁকে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শাসকদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীই SIR-কে মুসলিম-বিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করছেন। ভোটের আগে SIR যে হবে, তা কার্যত স্পষ্ট। আর সেই আবহে আগাম ‘জমি তৈরি করছে’ বিজেপি।

এই মুহূর্তে

আরও পড়ুন