Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাBangla Sangeet Mela: আগামীকাল থেকে শুরু বাংলা সঙ্গীত মেলা

Bangla Sangeet Mela: আগামীকাল থেকে শুরু বাংলা সঙ্গীত মেলা

আগামীকাল থেকে শুরু বাংলা সঙ্গীত মেলা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌরভ দত্ত, কলকাতা:

আগামীকাল, ২ জানুয়ারি শুরু তথ্য–সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা । নামী শিল্পীদের পাশাপাশি কলকাতার বিভিন্ন মঞ্চে অসংখ্য নবীন শিল্পী গান শোনাবেন দর্শক–শ্রোতাদের। বৃহস্পতিবার থেকে কলকাতার ১১টি মঞ্চে একসঙ্গে শুরু সঙ্গীত মেলা, চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, ঋষি অরবিন্দ পার্ক (‌‌নেতাজিনগর), হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, মোহরকুঞ্জ,

আরও পড়ুন: North Bengal: উত্তরবঙ্গ পাচ্ছে নতুন বছরে একটি নতুন ট্রেন

রবীন্দ্রসদন সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে বিভিন্ন ধারার বাংলা গান শোনা যাবে শিল্পীদের কণ্ঠে। ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশ নেবেন এবারের সঙ্গীত মেলা। এবারের সঙ্গীত মেলায় কলকাতা ছাড়া বিভিন্ন জেলার শিল্পীরাও সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন বিভিন্ন মঞ্চে। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরা এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বিভিন্ন মঞ্চে জনপ্রিয় বাংলা ব্যান্ডের পাশাপাশি নতুন নতুন বাংলা ব্যান্ডের গানে মুখরিত হয়ে উঠবে প্রতিদিন। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘‌শতবর্ষে শ্রদ্ধাজ্ঞলি- উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায়,কলিকাতার বন্দ্যোপাধ্যায় ’‌ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্পীরা উপস্থিত থাকবেন তাঁদের শিল্পকর্মের সম্ভার প্রদর্শন ও বিপণনের জন্য।

আরও পড়ুন: Bangladesh: ১৫ বছর পর এবার বাংলাদেশে হচ্ছে না ‘বই উৎসব’

এই প্রদর্শনী চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত ন’‌টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। বাংলা সঙ্গীত মেলা উপলক্ষে রবীন্দ্রসদন–নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে থাকছে নানা স্বাদের খাবারের স্টল।

আরও পড়ুন: Siliguri: দলের আঠাশ তম প্রতিষ্ঠা দিবস এ দলের পতাকা উত্তোলন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বুধবার বিকেলে রবীন্দ্রসদন প্রাঙ্গণে বাংলা সঙ্গীত মেলার ‘‌কার্টেন রেজার’‌ অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতির বর্ণময় ঝলক পাওয়া গেল। বিভিন্ন জেলার লোকশিল্পীরা তাঁদের নাচ–গান–বাদ্যে বাংলার সমৃদ্ধ লোকশিল্পকে তুলে ধরেন। কার্টেন রেজারের পরে রবীন্দ্রসদনে সাংবাদিক সম্মেলনে বাংলা সঙ্গীত মেলার নানা দিক তুলে ধরে তথ্য–সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘‌২০১১–র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উচ্চতায় নিয়ে গিয়েছেন বাংলা সঙ্গীত মেলাকে, সেটা আরও একবার চাক্ষুষ করতে পারবেন সঙ্গীতপ্রেমী মানুষজন।’‌ বাংলা সঙ্গীত মেলা  সাংবাদিক সম্মেলন ও কার্টেন রেজারে এদিন উপস্থিত ছিলেন  সাংস্কৃতিক অধিকর্তা কৌশিক বসাক, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি, সৈকত মিত্র প্রমুখ।

এই মুহূর্তে

আরও পড়ুন