কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
দিনের পর দিন রাস্তায় বের হলে শুনতে হয় কটুক্তি। পাশে বাড়ির গৃহবধূ হোক, বা কোন তরুণী। মদ্যপান করে অকাতরে গালিগালাজ, এবং বাজে কথার ঝড় চলছিল। পুলিশে অভিযোগ করে কোন লাভ হয়নি। অবশেষে ১৯ নম্বর ওয়ার্ড শিলিগুড়ির কাউন্সিলর মৌসুমী হাজরার নেতৃত্বে এবার মাঠে নামলেন প্রমিলা বাহিনী।
আরও পড়ুনঃ কেদারনাথ ধামে খচ্চর চালক পড়বেন IIT-তে! চমকে দেবে অতুল
সন্ধ্যার সময় ময়দানে নেমে পড়লেন তারা, প্রতিতে মোড়ে এবং প্রতিটি দোকানে গিয়ে তারা জানিয়ে দিয়ে আসলেন তাদের বর্তমান কার্যের কথা। তারা তাদের সিদ্ধান্তে অবিচল থাকবেন বলে জানিয়েছেন মৌসুমী হাজরা। উল্লেখযোগ্য গত ১৩ তারিখে শিলিগুড়ির এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেন ওই ওয়ার্ডেরই দুই বাসিন্দা। তারা জানান যাতায়াতের পথে অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করা হচ্ছে। এরপরে গোটা ওয়ার্ড থেকে গণস্বাক্ষর করে থানায় জমা দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিশ্বের খেলাটাই যাবে বদলে; রাশিয়া, ভারত ও চিন একজোট হচ্ছে ‘থ্রি মাস্কেটিয়ার্স’
মেয়রকেও জানানো হয়, তবে কোন কাজ হয়নি বলে দাবি করছেন মৌসুমী হাজরা। তিনি আরো জানিয়েছেন, তৃণমূল নেতার প্রভাব বেশি বলে তার বিরুদ্ধে কোনরকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উল্টে যারা অভিযোগ করেছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তাদের বাধ্য হয়ে নিজেদের পদক্ষেপ নিতে হলো। গতকাল সন্ধ্যায় এক বিশাল মহিলা বাহিনী শিলিগুড়ি ১৯ নম্বর ওয়ার্ডে বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গিয়ে তাদের পদক্ষেপের কথা জানায়। তারা এও জানান এরপরে যদি প্রশাসনের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তবে তারা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবেন।