Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাPahalgam Attack: বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের

Pahalgam Attack: বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের

কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার বাসিন্দা বিতান অধিকারীর। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। মৃতের স্ত্রীর দাবি, তাঁর কপালে সিঁদুর দেখে স্বামীকে খুন করা হয়েছে। নিহত বিতান অধিকারীর স্ত্রীর বয়ান নিয়ে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের কথায়, সোহিনী নাকি বিতানের মা-বাবাকে দেখান না। তাই তিনি চান কোনও ক্ষতিপূরণ যাতে সোহিনী যাতে একা না পান।

আরও পড়ুন: এ বার করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় পাকিস্তানে! কড়া নজর রাখছে ভারত

বৃহস্পতিবার সকালে কুণাল ঘোষ ফেসবুকে বিতান অধিকারীর স্ত্রীর প্রসঙ্গে লেখেন, ‘প্রথমে টিভিতে বাইট: হিন্দু মুসলমান বেছে মারেনি। পরে বিজেপি নেতাদের সামনে: হিন্দু বলে মেরেছে। মুখ্যমন্ত্রীসহ রাজ্যের প্রশাসনের অন্তত কুড়িটি ফোন। ফেরার সব সাহায্য। ফিরে বিজেপির সামনে: আপনাদের ভরসায় ফিরেছি। মৃতের বাবা মা অসহায়। ছেলে নেই। পুত্রবধূ তাঁদের কাছে থাকতেন না, দেখতেন বলে খবর নেই। কলকাতাতেই অন্যত্র থাকতেন। বাবা মা অনিশ্চয়তায়। এখন শোকের বাতাবরণ। তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না। বাড়াবাড়ি রাজনৈতিক দ্বিচারিতার নাটক, শেখানো সংলাপে বিষ ছড়ানো দেখলে বলবই। যিনি যা মনে করেন, করবেন। আপাতত একটা জরুরি বাস্তব কথা। প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, তা যেন শুধু পুরোটা স্ত্রীকে দেওয়া না হয়। বিতানের বৃদ্ধ বাবা মায়েরও সাহায্য দরকার। ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে এই দুজন ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।’

আরও পড়ুন: মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

এদিকে কুণালের এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে, মৃতের সন্তানের সব রকম পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এই মুহূর্তে

আরও পড়ুন