Friday, 4 July, 2025
4 July, 2025
HomeকলকাতাKasba Incident: 'ধর্ষণ হলে লাভবাইট কোথা থেকে এল'? মনোজিতের আইনজীবীর বিস্ফোরক দাবি

Kasba Incident: ‘ধর্ষণ হলে লাভবাইট কোথা থেকে এল’? মনোজিতের আইনজীবীর বিস্ফোরক দাবি

মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মনোজিৎ মিশ্রর পক্ষ নিয়ে মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন তাঁর আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়।  

আদালতে বাইরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “মনোজিৎকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। সমস্ত অভিযোগ মিথ্যা। ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে অভিযুক্তের ঘাড়ে লাভ বাইট কী করে থাকতে পারে?”

আরও পড়ুন: হাজার খুঁজলেও আর পাবেন না Panasonic; এই সংস্থার কী হল!

আইনজীবী আরও দাবি করেন, অভিযুক্ত মানেই অপরাধী নয়। তিনি বলেন, “আমার মক্কেল কোনও অপরাধ করেনি। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষারোপ করা হচ্ছে। বিষয়টি এখন বিচারাধিন। তাই এই মুহূর্তে সমস্ত তথ্য প্রকাশ করতে পারছি না। তবে সময় এলে সত্য প্রকাশ্যে আসবে।”

তিনি এও বলেন, “আমার মক্কেল ধর্ষণ করেছে, এই অভিযোগ ঠিক নয়। সিসিটিভি তে যে অপহরণের কথা বলা হচ্ছে তাও ঠিক নয়।”

আরও পড়ুন: ‘খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে যাব’, প্রায় ২০০ ঘণ্টা পরে বললেন তৃণমূলের নতুন MLA আলিফা

মনোজিতের আইনজীবীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। সমাজের একাংশের মতে, এমন দাবি নির্যাতিতার মানসিক যন্ত্রণাকে আরও বাড়াবে। অন্যদিকে, আইনজীবীর মন্তব্যকে সমর্থন জানিয়ে অভিযুক্তের পরিবারের তরফে বলা হয়েছে,
আমাদের ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে।”

গত ২৫ জুন কসবা ল কলেজে কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মনোজিৎ-সহ তিনজনের বিরুদ্ধে। চারদিনের পুলিশি হেফাজত শেষে এদিন ফের ধৃতদের আদালতে হাজির করানো হয়। পুলিশে তরফে দশ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন