Tuesday, 29 July, 2025
29 July, 25
HomeহুগলীKhanakul: শিশুমৃত্যু ও চিকিৎসার অবস্থার অভিযোগ; খানাকুল গ্রামীণ হাসপাতালে উত্তেজিত জনতার বিক্ষোভ

Khanakul: শিশুমৃত্যু ও চিকিৎসার অবস্থার অভিযোগ; খানাকুল গ্রামীণ হাসপাতালে উত্তেজিত জনতার বিক্ষোভ

অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চিকিৎসক প্রথমেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিশুমৃত্যু ও চিকিৎসার অবস্থার অভিযোগ তুলে খানাকুল গ্রামীণ হাসপাতালে উত্তেজিত জনতার বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে হাসপাতালে পুলিশ মোতায়ন। অভিযোগ, একটি চার বছরের শিশুকে সাপের কামর সন্দেহে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় চিংড়ার কেটেদল এলাকা থেকে। অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চিকিৎসক প্রথমেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। খানাকুল থানায় পাঠিয়ে দেওয়া হয় মৃত শিশুটিকে। থানায় নিয়ে আসার পর পরিবারের মনে হয় তাদের সন্তান বেঁচে আছে।

আরও পড়ুনঃ উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য ভারতীয় সেনার! শুরু ‘অপারেশন মহাদেব’

পুলিশের সহযোগিতায় আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর গ্রামের ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন খানাকুল গ্রামীণ হাসপাতালে এসে হাজির হয়। খানাকুল গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ঢুকে যায় উত্তেজিত জনতা ও পরিবারের লোকজন।

আরও পড়ুনঃ শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা

মারমুখী হয়ে ওঠেন উত্তেজিত জনতা। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল যাত্রা ঘিরে ফেলে। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল থেকে শুধুই রোগীদের রেফার করে দেওয়া হয় বেসরকারি নার্সিংহোমে। রোগীর গায়ে হাত দিয়ে  দেখা হয়নি। বারবার অনুরোধ করেও শিশুটিকে ভালভাবে দেখেননি হাসপাতালের ডাক্তাররা বলে দাবি তাঁদের। পরবর্তীতে ডাক্তার শিশুটিকে মৃত বলে থানায় পাঠিয়ে দেয় বলে দাবি। থানায় থাকা অবস্থায় তাঁদের মনে হয় শিশুটি বেঁচে আছে। পুলিশের সহযোগিতায় ফের খানাকুল গ্রামীণ হাসপাতালে আনা হয়। মৃতের অভিভাবক বলেন, “বাচ্চাটাকে কোনও রকম ভাবে চিকিৎসা করেনি। মূর্খ হলেও চোখের সামনে দেখতে পাচ্ছি ওরা কোনও চিকিৎসা করেনি।”

এই মুহূর্তে

আরও পড়ুন