spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeদক্ষিণবঙ্গRampurhut Blast: হাত-পা ছিটকে পড়ল ৫০ ফুট দূরে, রামপুরহাট পৌরসভার ৮ নম্বর...

Rampurhut Blast: হাত-পা ছিটকে পড়ল ৫০ ফুট দূরে, রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অক্সিজেন সিলেন্ডার বিস্ফোরণ

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। আহতদের নাম আবু তালেব ও উজির হোসেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অক্সিজেন সিলেন্ডার বিস্ফোরণ। হাত ও পা উড়ে গেল দুজনের। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। আহতদের নাম আবু তালেব ও উজির হোসেন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ দুরন্ত সত্যই দুরন্ত; সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত

ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি দোকানের সামনে লরি থেকে অক্সিজেন সিলেন্ডার নামানোর কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় একটি সিলেন্ডার লরি থেকে মাটিতে পড়তেই বিকট শব্দে সিলেন্ডারটি ফেটে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লরির চালক ও একজন কলমিস্ত্রি।

আরও পড়ুনঃ জড়ো করা ধানের ভিতর থেকে বেরিয়ে এসেছে একটি হাত! জলপাইগুড়ির ধূপগুড়িতে শিউরে উঠলেন চাষিরা

বিস্ফোরণের অভিঘাতে ওখান থেকে সকলে ছিটকে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন। পরে দেখা যায় রক্তাক্ত অবস্থায় দু’জন কাতরাচ্ছেন। একজনের একটি পা ও আরেকজনের একটি হাত উড়ে গিয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একজনের পা ও হাত প্রায় ৫০ ফুট দূরত্বে ছিটকে পড়ে। বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎই প্রচণ্ড আওয়াজ। আওয়াজের তীব্রতা কতটা, সেটা বলা অসম্ভব। সব যেন কেঁপে উঠল। লোকজন ছিটকে পড়ল দূরে। তারপরই গোঙানির আওয়াজ। তারপর দেখি এই অবস্থা। দুটো ছেলে হাত-পা দুটো একেবারে ছিটকে কত দূরে গিয়ে পড়েছে। সে দৃশ্য বলার মতো নয়।” ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন