কুশল দাসগুপ্ত:
বাবলা সরকারের পর, আবার আক্রান্ত মালদা এবার শুট আউট তৃণমূল কর্মী। এই দুর্ঘটনার ফলে গোটা মালদা চাঞ্চল ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: Weather: এ বছরের মত উধাও শীত? সংক্রান্তিতে কি আর শীত ফিরবে না কখনও!
একের পর এক দুর্ঘটনায় আক্রান্ত মালদা শহর। এই ঘটনার পরে প্রশ্নচিহ্ন ছড়িয়েছে তৃণমূলের আন্দরে। বাবলা সরকারের ঘটনা গোটা মালদা শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। এবার মারা গেলেন তৃণমূল কর্মী। তবে কি কারণে রেষারেষ এটা এখনো জানা যায়নি। লেনদেন সংক্রান্ত কোন ঘটনা বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন: Defence Research: পোখরানে সাফল্য,টার্গেট’ ধ্বংস করে দিল ভারতের ‘নাগ
নিহত কর্মীর পরিবারের লোকেদের অভিযোগ, গত কয়েক দিন ধরে গোটা মালদা শহর জুড়ে দুষ্কৃতীদের আতঙ্ক বেড়েই যাচ্ছিল। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ সাধারণ মানুষ। দুজন আহত কর্মীকে মালদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।