Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeWritingParrot: শিলিগুড়িতে টিয়া পাখির ভোজ: এক নয়নাভিরাম দৃশ্য

Parrot: শিলিগুড়িতে টিয়া পাখির ভোজ: এক নয়নাভিরাম দৃশ্য

তালিকায় রয়েছে বিভিন্ন ফল এবং শস্য

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি

শিলিগুড়ির ব্যস্ত শহর জীবনে এক অন্যরকম সকাল। স্টেডিয়ামের পাশে বিশাল গাছে ভিড় করেছে রংবেরঙের টিয়া পাখির দল। তাদের কলকাকলিতে মুখরিত চারপাশ, আর মধ্যমণি হয়ে আছে রসালো তরমুজ। টিয়া পাখির এমন ভোজের দৃশ্য সত্যিই বিরল।

উত্তরবঙ্গের প্রকৃতিতে টিয়া পাখির অবাধ বিচরণ দেখা যায়। কোচবিহার, রায়গঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি, সর্বত্রই তাদের আনাগোনা চোখে পড়ে। তবে আধুনিক শহর শিলিগুড়িতে পাখির দেখা মেলাটাই যেন একটা বিশেষ ঘটনা।

টিয়া পাখির প্রধান খাদ্য আপেল হলেও, তাদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ফল এবং শস্য। আর তরমুজ যে তাদের অন্যতম প্রিয় খাদ্য, তা আজ সকালের দৃশ্য আরও একবার প্রমাণ করল।

টিয়া পাখির জীবনযাপন মানুষের মনে এক বিশেষ আগ্রহের জন্ম দেয়। বিশেষ করে উত্তরবঙ্গের বন-জঙ্গলে তাদের খাদ্যাভাস এবং জীবনধারা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

শিলিগুড়িতে টিয়া পাখির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রকৃতিপ্রেমীরা আনন্দিত। স্টেডিয়ামের পাশের গাছটি এখন তাদের স্থায়ী ঠিকানা। রংবেরঙের টিয়া পাখির সৌন্দর্য মুগ্ধ করে তোলে সকলকেই, এমনকি বিদেশিদেরও।

উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে এই নয়নাভিরাম দৃশ্য এক নতুন মাত্রা যোগ করেছে। টিয়া পাখির এই ভোজ যেন এক নতুন আকর্ষণ, যা প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের কাছে এক বিশেষ উপহার।

এই মুহূর্তে

আরও পড়ুন