Wednesday, 3 September, 2025
3 September
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাRadha Ashtami 2025: জন্মাষ্টমীর পুজো করলে রাধাষ্টমীর ব্রত পালনও আবশ্যিক, না হলে...

Radha Ashtami 2025: জন্মাষ্টমীর পুজো করলে রাধাষ্টমীর ব্রত পালনও আবশ্যিক, না হলে ফলপ্রাপ্তি হয় না

জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বিশেষ কিছু উপায় পালন করতে পারলে সংসারে সুখশান্তি বজায় থাকবে আজীবন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

আজ ৩১ অগস্ট ২০২৫, রবিবার রাধাষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালন করা হয়। এটি একটি অত্যন্ত পবিত্র তিথি। কথিত রয়েছে, যাঁরা জন্মাষ্টমীর ব্রত পালন করেন, তাঁদের রাধাষ্টমীর ব্রত পালন করতেই হয়। রাধাষ্টমীর ব্রত পালন না করলে জন্মাষ্টমী পালনের পূর্ণ সুফল প্রাপ্তি হয় না। যতটা নিয়ম মেনে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়, ঠিক সেই রকম নিয়ম মেনেই রাধাষ্টমীর পুজো করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিন বিশেষ কিছু উপায় পালন করতে পারলে সংসারে সুখশান্তি বজায় থাকবে আজীবন। মনের ইচ্ছা পূরণ হবে, এ ছাড়া যাঁদের দীর্ঘ দিন ধরে বিয়ের পথে বাধা আসছে, তাঁদের জন্যও এই টোটকাগুলি খুবই উপকারী।

টোটকা:

১) রাধাষ্টমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তি পুজো করতে হবে।

২) এই দিন আট রকমের মিষ্টি, আট রকমের ফল ও ফুল দিয়ে শ্রীরাধার পুজো করতে হবে।

৩) এই দিন অবশ্যই রাধারানিকে রাবড়ি অর্পণ করুন। রাবড়ি তাঁর খুব প্রিয় একটি জিনিস। স্বামী-স্ত্রী দু’জনে মিলে শ্রীরাধাকে রাবড়ি অর্পণ করলে সম্পর্কে মিষ্টতা আসে।

আরও পড়ুনঃ আজ রবিবারের ব্রেকফাস্ট জমে যাক এই দুই কচুরিতে, আট থেকে আশি হবে খুশি

৪) যদি বিয়েতে বাধা আসতেই থাকে, তা হলে একজোড়া ময়ূরের পালক রাধারানির চরণে অর্পণ করুন।

৫) শ্রীকৃষ্ণ এবং রাধারানির যুগল মূর্তি পুজো করার সময় শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানিকে গোলাপি রঙের বস্ত্র দিয়ে সুসজ্জিত করুন।

আরও পড়ুনঃ চিনে পা রাখতেই প্রধানমন্ত্রীর কাছে ফোন জ়েলেনস্কির

৬) দাম্পত্য জীবনে সুখ-শান্তি পেতে এবং মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য একটা পাত্রে একটা গোলাপ ফুল, একটা বাঁশি, একটা ময়ূরের পালক এবং মিষ্টি একসঙ্গে নিয়ে তাঁদের যুগল মূর্তিতে অর্পণ করুন।

৭) এই দিন রাধারানির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন।

এই মুহূর্তে

আরও পড়ুন