রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা আরও একবার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধেয় তিনি টেলিফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় মোদী লেখেন, “শান্তি প্রতিষ্ঠায় সম্ভব সব ধরনের অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।” অন্যদিকে, জেলেনস্কি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিস্তারিতভাবে এই আলাপচারিতার কথা জানান। তিনি উল্লেখ করেন, রাশিয়া এখনও ইউক্রেনে হামলা চালাচ্ছে। বিশেষ করে রবিবার জাপোরিঝিয়ায় একটি বাস স্টেশনে হামলার ঘটনায় বহু মানুষ আহত হওয়ার বিষয়টি তিনি মোদীকে জানিয়েছেন।
আরও পড়ুনঃ দুই গোষ্ঠী, প্রাক্তন-বর্তমান! শিলিগুড়িতে ভাবাচ্ছে তৃণমূলকে
আলোচনায় উঠে আসে সাম্প্রতিক ‘শান্তি আলোচনা’-য় ইউক্রেনের অনুপস্থিতির প্রসঙ্গও। গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বৈঠক হয়। উল্লেখযোগ্যভাবে, বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয় এমন একটি জায়গা, যা রাশিয়া ওয়াশিংটনের কাছে বিক্রি করেছিল।
জেলেনস্কি মোদীর কাছে আবেদন জানান, আলাস্কার ওই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যেন ইউক্রেনের উপর চাপিয়ে না দেওয়া হয়। তাঁর কথায়, “ভারতের উচিত আমাদের শান্তি প্রচেষ্টায় সমর্থন দেওয়া এবং আমাদের অবস্থান ভাগ করে নেওয়া… ইউক্রেনকে ঘিরে যে কোনও সিদ্ধান্ত আমাদের অংশগ্রহণের মাধ্যমেই নেওয়া উচিত।”
আরও পড়ুনঃ আওয়াজ উঠেছে বয়কটের! দেশে মার্কিন বর্জনের ডাক
দুই দেশের এই শীর্ষ নেতাদের আলাপচারিতা এমন এক সময় হচ্ছে, যখন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমাধানের নানা প্রচেষ্টা চলছে। এর আগে একাধিকবার নরেন্দ্র মোদী ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছিলেন। তবে জেলেনস্কি বা ভ্লাদিমির পুতিন কেউই যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসেননি। এখন দেখার এই আলোচনার পর আদতে সার্বিক পরিস্থিতির কোনও পরিবর্তন হয় কিনা।