Friday, 1 August, 2025
1 August, 25
HomeহুগলীChandannagar: উত্তাল চন্দননগর! ১৫ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা

Chandannagar: উত্তাল চন্দননগর! ১৫ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা

এলাকার লোকজন বলছেন, যে যুবকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা প্রত্যেকেই এলাকায় সমাজবিরোধী হিসাবে পরিচিত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বর; হুগলী:

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল ভদ্রেশ্বর থানা এলাকায়। দুই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর এলাকার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূল ঘটনার সূত্রপাত শনিবার রাতে। রাতেই চন্দননগর স্টেশন রেল লাইন লাগোয়া ঝুপরির বাসিন্দা বছর পনেরোর এক নাবালিকা শৌচালয়ে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় তাঁকে টেনে নিয়ে যায় ওই এলাকারই চার যুবক। তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করে। এক যুবক প্রতিবাদও করে। তাঁকেও মারধর করে অভিযুক্তরা।

আরও পড়ুন: সোজা মাংসের দোকানে ঢুকে গেল চারচাকা, জমাইষষ্ঠীর সকালে ভয়ঙ্কর কাণ্ড হাবড়ায়

বাড়ির লোকজনের কাছে সবটা খুলে বলে ওই নাবালিকা। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকার লোকজন বলছেন, যে যুবকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা প্রত্যেকেই এলাকায় সমাজবিরোধী হিসাবে পরিচিত।

আরও পড়ুন: করছে গর্জন, ‘গিলে খেতে’ আসছে ডায়না

এদিন সকালে এক অভিযুক্তকে দেখতে পেতেই চড়াও হন এলাকার বাসিন্দারা। ব্যাপক মারধর করা হয়। অভিযুক্তদের বাড়িতেও ভাঙচুর চলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুসিশ। মারমুখী জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে য়ায়। এরইমধ্যে আরও এক অভিযুক্তকে আটক করে ভদ্রেশ্বর থানার পুলিশ। অন্যদিকে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই নাবালিকার মা শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন