Sunday, 3 August, 2025
3 August, 25
HomeদেশTripura: প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী

Tripura: প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী প্রয়াত। চেন্নাইয়ের হাসপাতালে রাত আড়াইটা নাগাদ তার আকস্মিক  মৃত্যু হয়। পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামীর মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।

আরও পড়ুন: Konnogar: ৩২৫ বছর প্রাচীন রাজরাজেশ্বরী পুজোয় সম্মান সাফাইকর্মীদের

জানা যায়, মঙ্গলবার স্বাভাবিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি যান চেন্নাইয়ের এপোলো হাসপাতালে। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুধবার গভীর রাত প্রায় তিনটে নাগাদ পরলোক গমন করেন তিনি।

আরও পড়ুন: Ranveer Allahbadia: “এত বড়ো পাল্টিবাজ তো আমার EX boyfriend ও ছিল না” – Bong Guy এর ফ্যান।

বুধবার সকালে ব্রেইন স্ট্রোক হয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানে বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। প্রয়াত বলাই গোস্বামী দীর্ঘদিন কংগ্রেসে থেকে রাজনীতি করেছেন। রাজ্যে হওয়া বদলের সময় যোগ দিয়েছিলেন বিজেপি দলে।

এই মুহূর্তে

আরও পড়ুন