Thursday, 17 July, 2025
17 July, 25
HomeহুগলীChandannagar: আটক প্রধান শিক্ষক! চন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ

Chandannagar: আটক প্রধান শিক্ষক! চন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ

বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চন্দননগরের নামী স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ। ছাত্রের পরিবারের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

চন্দননগর কর্পোরেশন পরিচালিত কানাইলাল বিদ্যামন্দির স্কুলে সকালে প্রাইমারি স্কুল চলে। অভিযোগ, সোমবার সকালে  ক্লাস ওয়ানের দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে। ক্লাস টিচার দুই ছাত্রকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান।
প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান। যৌন নির্যাতন করেন। তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে।

আরও পড়ুনঃ চাঞ্চল্য ধূপগুড়িতে!   তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদে পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপ

ছুটির পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা স্কুলে এলে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। এরপরই বিষয়টি অন্যান্য অভিভাবকরা জানতে পারেন। বিক্ষোভ শুরু হয় স্কুলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ রাত ১২টা অবধি সময়, বৃষ্টি মাথায় নিয়ে রাস্তাতেই চলবে আন্দোলন

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, “কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে। তার বিরুদ্ধেই ছাত্রদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনা যদি সত্যি হয় পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিক। কানাইলাল স্কুল শহরের অন্যতম একটি নামী স্কুল। সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়।”

প্রধান শিক্ষক অবশ্য ঘটনার কথা স্বীকার করেননি। তিনি দাবি করেন, ছাত্রটিকে শাসন করেন তিনি। তবে কোনও অশালীন আচরণ করা হয়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন