Monday, 3 November, 2025
3 November
Homeউত্তরবঙ্গRaiganj: আর্থিক তছরুপ! ১.৬৯ লক্ষ টাকার ভুয়ো বিল নিয়ে চাঞ্চল্য

Raiganj: আর্থিক তছরুপ! ১.৬৯ লক্ষ টাকার ভুয়ো বিল নিয়ে চাঞ্চল্য

বিরোধী সদস্যদের দাবি, প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকার বিল বানিয়ে আর্থিক তছরুপ করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সম্প্রতি বিপুল অঙ্কের ভুয়ো বিল তৈরির অভিযোগে সরগরম  হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ নির্বাচনে নেই আওয়ামী লীগ সমর্থকেরা; হাসিনার ভোট বয়কটের ডাক

বিরোধী সদস্যদের দাবি, প্রায় ১ কোটি ৬৯ লক্ষ  টাকার বিল বানিয়ে আর্থিক তছরুপ করা হয়েছে।

বুধবার বিরোধী দলনেতা মলয় সরকার  নেতৃত্বে সমিতির বিরোধী সদস্যরা  ব্লক প্রশাসনিক দফতরে আইনজীবীর নোটিশ  জমা দেন এবং ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন।

আরও পড়ুনঃ “পরিচলন মেঘ”, কি নামটা চেনা চেনা লাগছে কি! কিউমুলোনিম্বাস মেঘ নিয়ে আতঙ্ক

মলয় সরকার অভিযোগ করেছেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে  বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। কোনও গুরুত্বপূর্ণ কাজ  বিরোধীদের দেওয়া হয় না। তিনি আরও বলেন, ১ কোটি ৬৯ লক্ষ টাকার ভুয়া বিলের মধ্যে উল্লেখযোগ্য অংশ সংস্কার বাবদ  ১৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং এক বছরের চায়ের বিল ৪১ হাজার টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট অসন্তোষ  রয়েছে।

এই অভিযোগে সরাসরি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওর জড়িত থাকার অভিযোগও তোলা হয়েছে। বিরোধীরা আদালতের ( দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিরুধিরা এও জানিয়েছেন  এইভাবে দিনের পর দিন  সরকারি অফিস থেকে  টাকা তছনছ হচ্ছে অথচ সরকার কিছুই করছে না

এই মুহূর্তে

আরও পড়ুন