Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআবহাওয়াWest Bengal Weather: বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান...

West Bengal Weather: বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে

পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে

শীতের পথে ফের কাঁটা নিম্নচাপ। গত কয়েকদিনে বেশ বেড়েছে তাপমাত্রা। সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা । আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলা ভিজতে পারে? রইল সম্পূর্ণ পূর্বাভাস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে হওয়ায় এ রাজ্যে সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: Siliguri : অনবদ্য শিলিগুড়ির রিচা

এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে। কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবারও বৃষ্টির পূর্বাভাস।

শনিবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায়। তবে এদিনও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিকে আপাতত তাপমাত্রা কিছুটা বাড়লেও  আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের ফাঁড়া কাটতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা। এক ধাক্কায় পারদ পতন হবে আগামী সপ্তাহেই।

আরও পড়ুন: Bengali Story: “বিসর্জন”

কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। শনিতে বৃষ্টি হবে উত্তরেও। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জায়গায় শুষ্ক থাকবে আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহে কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন