Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গRaigang: ভুতুড়ে ভোটার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজগঞ্জের তৃণমূল সভাপতি

Raigang: ভুতুড়ে ভোটার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজগঞ্জের তৃণমূল সভাপতি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

সারা রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে চলছে জল্পনা এবং কল্পনা। এর মধ্য রাজগঞ্জের তৃণমূল সভাপতি জানালেন, মুখ্যমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছেন সেটা আমরা যে আগের থেকে  করে উঠতে পারছি এটাই অনেক।

আরও পড়ুন: শিলিগুড়িতে “ভবঘুরে” মহিলার সংখ্যা বাড়ছে দিনের পর দিন

দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে এই সমস্যাটা অনেকটাই বেশি , কারণ এখানে নানান ভাষাভাষী মানুষ থাকেন। যেসব ভোটার দু’জায়গায় নাম উঠিয়ে বসে আছেন  অনেক সময় তারা হয়তো নিজেরাই জানেন না যে তাদের ভোটার লিস্টে দুই জায়গায় নাম আছে। এক জায়গায় ভোট দিচ্ছেন, আবার অন্য জায়গায় তাদের নাম আছে। এটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে  একটা চ্যালেঞ্জের মত, যে গোটা রাজ্যের রাজ্যের ভুতুড়ে ভোটারদের খুঁজে বার করতে হবে। এবং তাদের লিস্ট থেকে বাদ দিতে হবে। সব ক্ষেত্রেই যে তারা ভুল করছেন সেটা একেবারে না। এই ভুল সবার, এক জায়গায় নাম তুলেছেন আবার অন্য জায়গায় কাটতে ভুলে গেছেন নাম।

আরও পড়ুন: এলেন না কানাইয়া কুমার, কংগ্রেসের প্রতিশ্রুতি যেন আষাড়ে গল্প!

সবাইকে সচেতন হয়ে  সচেষ্ট হয়ে এই কাজটা খুব সাবধানে সাথে করে ফেলতে হবে। উত্তরবঙ্গের সমস্যা অনেক, বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বাস করেন, এবারে এটা হতেই পারে। আমাদের এই দায়িত্ব  নিয়ে কাজ করে যেতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন