কুশল দাশগুপ্ত:
ব্যারাকপুরের ৫ নম্বর ওয়ার্ডে, এ প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। ওয়ার্ড কাউন্সিলর শ্রীপর্ণা রায়ের উদ্যোগে। আজ তিনি জানালেন আমরা ভারতবাসী, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবার ঊর্ধ্বে।
আরও পড়ুন: Raj Bhavan Kolkata: কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা রাজভবনে! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ
১৫০ কোটি মানুষ আছে আমাদের দেশে, সবার চিন্তা ভাবনা, এবং সবার কাজকর্ম সবার থেকে আলাদা। আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশ শস্য শ্যামলা দেশ। কত মনীষী আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন, তার ঠিক নেই। আজ প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের এক উজ্জ্বলতম দিন, প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে একটা আলাদা দিন। তাই আজকের দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে পালন করি। এই দিনটি আমাদের কাছে মনে রাখবার মতো একদিন। এদিন পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন, ওই ওয়ার্ডের অগণিত মানুষ। উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা সদস্য এবং সমর্থকেরা।
আরও পড়ুন: Kolkata Garia: গড়িয়া-তে শক্তিপীঠ! ত্রিপুরসুন্দরী মন্দির বাংলার এক অন্যতম দর্শনীয় শক্তিপীঠ
শ্রীপর্ণা রায় জানালেন, আমাদের দেশকে আমরা সবাই ভালবাসি, আর আজকের প্রজাতন্ত্র দিবস সবার চাইতে একেবারেই আলাদা। আমাদের কাছে এই দিনটির মর্যাদা, শুধু আমাদের কাছেই কেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে প্রজাতন্ত্র দিবসে মর্যাদা আলাদা হওয়া উচিত।