spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গBengal Safari Park: পুরোনো বাসিন্দাদের দেখেই মন ভরাতে হবে! সিংহ সাফারি চালু...

Bengal Safari Park: পুরোনো বাসিন্দাদের দেখেই মন ভরাতে হবে! সিংহ সাফারি চালু হবে না এখনই

বেঙ্গল সাফারিতে সিংহ দম্পতিকে আনার পর থেকেই পর্যটকদের মধ্যে তাদের দেখার কৌতূহল রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

নতুন বছরের শুরুতেও দেখা মিলবে না সিংহের। বেঙ্গল সাফারির পুরোনো বাসিন্দাদের দেখেই মন ভরাতে হবে ঘুরতে আসা মানুষজনকে। পর্যটন মরশুমে সাফারি পার্কের আকর্ষণ বাড়ানোর জন্য সিংহ আনা হয়েছে। বলা হয়েছিল, বড়দিনে এই পার্কে ঘুরতে আসা পর্যটকরা সিংহ সাফারি উপভোগ করতে পারবেন। তবে বড়দিন তো নয়ই, এমনকি নতুন বছরের শুরুতেও সিংহের দেখা পাওয়া যাবে না। বেঙ্গল সাফারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদন না পাওয়ায় নতুন বছরের শুরুতে সিংহ সাফারি চালু করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ পরপর বিস্ফোরণ, কাঁকুড়গাছিতে মাঝরাতে আতঙ্ক

প্রতিবছর বড়দিন, নববর্ষ উপলক্ষ্যে স্থানীয়দের পাশাপাশি দেশবিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন বেঙ্গল সাফারি পার্কে। উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হওয়ায় পার্কের পরিকাঠামো কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। অনেকদিন ধরেই পার্কে সিংহ সাফারি চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন পর্যটকরা। সিংহ সাফারি চালু হলে যে পার্কে পর্যটকের সংখ্যা আরও বাড়বে সেই আশাও রাখছে সাফারি কর্তৃপক্ষ। বড়দিনে সেই সাফারি চালু হওয়ার কথা জানানো হলেও আপাতত তা সম্ভব হচ্ছে না বলে মঙ্গলবার জানিয়েছেন বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয়কুমার। তবে বাকি সাফারিগুলোর আনন্দ পর্যটকরা নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

সাফারি পার্কের আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য ২০২৪ সালে ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে একজোড়া সিংহ দম্পতিকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল। গত বছরের শেষদিকে সুরজ ও তনয়া নামে ওই দম্পতি শাবকেরও জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে নিরাপত্তা রক্ষীদের উপর এলোপাথাড়ি গুলি চালাল কুকি জঙ্গিরা

বেঙ্গল সাফারিতে সিংহ দম্পতিকে আনার পর থেকেই পর্যটকদের মধ্যে তাদের দেখার কৌতূহল রয়েছে। পর্যটকদের জন্য দ্রুত সিংহ সাফারি চালু করার চেষ্টাও করেছিল জু কর্তৃপক্ষ। কিন্তু সেন্ট্রাল জু অথরিটি অনুমোদন না দেওয়ায় সাফারি চালু করা সম্ভব হচ্ছে না বলে এদিন কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

চলতি বছর আয়ে রেকর্ড গড়েছে সাফারি পার্ক। তবে সিংহ সাফারির মজা বড়দিনে নিতে না পারলে পার্কে ঘুরতে এসে অনেক পর্যটক যে আশাহত হবেন, তা নিশ্চিত।

এই মুহূর্তে

আরও পড়ুন