Thursday, 17 July, 2025
17 July, 25
HomeহুগলীKhanakul: রূপনারায়ণ-দ্বারকেশ্বর-মুণ্ডেশ্বরী ফুঁসছে! খানাকুলের কপালে চিন্তার ভাঁজ

Khanakul: রূপনারায়ণ-দ্বারকেশ্বর-মুণ্ডেশ্বরী ফুঁসছে! খানাকুলের কপালে চিন্তার ভাঁজ

দামোদরের শাখা মুণ্ডেশ্বরী দিয়ে DVC-র জল খানাকুলের পানশিউলিতে রূপনারায়ণে পড়ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডুবেছে ঘাটালের বিস্তৃর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় জলে ডুবে মৃত্যু হয়েছে ২ জনের। তবে ভাল নেই খানকুলও। শিলাবতী ও দ্বারকেশ্বর নদের জলে ফুঁসছে রূপনারায়ণ। হু হু করে বাড়ছে নদীক জলস্তর। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকা। সব থেকে বেশি খারাপ অবস্থা পানশিউলি,রাধাকৃষ্ণপুর,বাসাবাটি, গড়েরঘাটের। প্রচুর চাষের জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে।

আরও পড়ুনঃ বাধা দিলে মারধর, মাথা ফাটল বন্ধুর; নিউ ব্যারাকপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টা জিম প্রশিক্ষকের

আরামবাগ গড়েরঘাট প্রধান সড়কের গড়েরঘাট এলাকায় রাস্তার উপরে উঠে গিয়েছে জল। দামোদরের শাখা মুণ্ডেশ্বরী দিয়ে DVC-র জল খানাকুলের পানশিউলিতে রূপনারায়ণে পড়ছে। শনিবার থেকেই জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি। এরইমধ্যে জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ায় ডিভিস তাহলে পরিস্থিতি যে আরও ঘোরাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন খানাকুলবাসী।

আরও পড়ুনঃ ফের না-জানিয়ে জল ছাড়া, খারাপ হচ্ছে পরিস্থিতি 

এলাকার এক বাসিন্দা বলছেন, “এরকম করে জল বাড়তে থাকলে খুবই সমস্যার মধ্যে পড়ব। নৌকাও ঠিকমতো নেই। কোনও গাড়িও যাচ্ছে না, হেঁটেও যাওয়া যাচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। আগেও তো অনেক বড় বন্যা হয়েছে। এবার এইভাবে জল বাড়তে থাকলে এরপর কী হবে জানি না।”

এই মুহূর্তে

আরও পড়ুন