Tuesday, 4 November, 2025
4 November
HomeখেলাSiliguri: ‘সবাই বলছিল, তুই-ই মারতে পারবি’, দুই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন শিলিগুড়ির...

Siliguri: ‘সবাই বলছিল, তুই-ই মারতে পারবি’, দুই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন শিলিগুড়ির মেয়ে রিচা

তিনটি চার ও দুটি ছক্কা। আর সেই দুই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন শিলিগুড়ির মেয়ে রিচা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

রবিবার আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নামতেই আবারও নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন বঙ্গকন্যা রিচা ঘোষ। মাত্র ২৪ বলেই ঝোড়ো ৩৪ রানের ইনিংস খেলেন তিনি—যার মধ্যে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। আর সেই দুই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন শিলিগুড়ির মেয়ে রিচা।

আরও পড়ুনঃ প্রিয় গোল্ডি উধাও! থানায় মহিলা; অপরাধ বাড়ছে শিলিগুরিতে

এদিন ম্যাচ শেষের পর রিচা বলেন, “আমার উপর সবার ভরসা ছিল। সবাই বলছিল তুই-ই মারতে পারবি। সেটাই আমাকে মনোবল জুগিয়েছে।”

এই ইনিংসের সঙ্গে সঙ্গে রিচা ওয়েস্ট ইন্ডিজের দারুণ ব্যাটার ডিয়ান্দ্রা ডটিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল লির রেকর্ড ছুঁয়ে ফেললেন—একটি বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি ছক্কার মালিক তাঁরা তিনজনই। প্রত্যেকে মেরেছেন ১২টি করে ছক্কা। ডটিন করেছিলেন ২০১৩ সালে, লিজেল ২০১৭-তে, আর রিচা এবার ২০২৫-এ।

ডেথ ওভারে ভয়ংকর রিচা

পুরো টুর্নামেন্ট জুড়ে ডেথ ওভারে (৪১-৫০ ওভার) রিচার ব্যাটই ছিল ভারতের বড় অস্ত্র। এই পরিসরে তিনি একাই করেছেন ১৮৫ রান, স্ট্রাইক রেট ১৬৫.১৭—পুরো বিশ্বকাপেই সেরা। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং বারবার ভারতকে দিয়েছে অতিরিক্ত ৩০–৪০ রান।

দুরন্ত অভিষেক টুর্নামেন্ট

এটাই রিচা ঘোষের বিশ্বকাপে অভিষেক। কিন্তু পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই। আট ইনিংসে করেছেন ২৩৫ রান, গড় ৩৯.১৬। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই করেছিলেন তাঁর সেরা ইনিংস—৯৪ রানের ঝলমলে নক। টুর্নামেন্ট জুড়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৩-এরও বেশি।

আরও পড়ুনঃ চাপে ICC! ১৫০ টাকার টিকিট ১ লক্ষ ৩০ হাজারে; ভাবা যায়

ভারতের ইনিংসের চিত্র

ফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বোলিং নেয়। ভারতের শুরুটা হয় দারুণ—স্মৃতি মন্ধনা (৪৫) ও শেফালি বর্মা (৮৭) যোগ করেন ১০০-এরও বেশি রান। এরপর জেমিমা রদ্রিগেজ (২৪), হরমনপ্রীত কৌর (২০) ও দীপ্তি শর্মা (৫৮) ব্যাটে জ্বলে ওঠেন। শেষের দিকে রিচা ও দীপ্তির জুটি দলের রান পৌঁছে দেয় ২৯৮/৭-এ। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা নেন ৩টি উইকেট (৩/৫৮)।

বঙ্গকন্যার জয়যাত্রা

বয়স মাত্র ২১। তবু রিচা ঘোষ এখন ভারতীয় মহিলাদের ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশারদের একজন। সারা বিশ্বে তাঁর আক্রমণাত্মক স্ট্রোকপ্লে এখন আলোচনার কেন্দ্রে। এই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে রিচা ঘোষ নামটি আর শুধু এক প্রতিশ্রুতি নয়—এক বাস্তবতা। রিচা যেন ভারতীয় দলের নতুন রিঙ্কু সিং।

এই মুহূর্তে

আরও পড়ুন