একেবারে ময়দানে নেমে কাজ শুরু করে দেবেন বিএলও-রা। যাবেন বাড়ি বাড়ি। তুলে দেবেন SIR-র কাজে ব্যবহৃত Enumeration Form। অর্থাৎ দিন পেরলেই আপনার হাতে চলে আসবে সেই ফর্মটি। কিন্তু সেটি পূরণ করবেন কীভাবে? কিংবা ওই ফর্ম কেমন দেখতে হবে? কেমন দেখতে হবে Form? যদি ফর্মটিকে ভাল করে লক্ষ্য করা হয়, তা হলে দেখা যাবে, এতে তিনটে ধাপ রয়েছে। ফর্মের একদম শুরুতে থাকছে ভোটারের নাম ও ঠিকানা দেওয়ার জায়গা। যদিও এই জায়গাটি বিএলও-দের জন্য। এর পাশেই রয়েছে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর। তার পাশে QR Code। যেটিও বিএলও-দের সুবিধার্থে। প্রতি ভোটারের জন্য আলাদা QR Code তৈরি করা হয়েছে কমিশনের তরফে। তারপর থাকবে ভোটারের একটি পুরনো ছবি, যা সচিত্র ভোটার কার্ডেও রয়েছে।
আরও পড়ুনঃ শুক্লা চতুর্দশীতে বজ্র যোগ-রেবতী নক্ষত্র, বজরংবলীর কৃপা পাবেন এই ৪ রাশি
বিভ্রান্ত হবেন না। আতঙ্কিত হওয়ার প্রশ্নই নেই। ঠান্ডা মাথায় নিজের ফর্ম নিজে পূরণ করুন। না পারলে প্রতিবেশী,বা SIR সমন্ধে খুঁটিনাটি বোঝেন এমন কাউকে দিয়ে পূরণ করিয়ে নিন।
*নীচের দেওয়া তথ্য গুলো ভালো করে লক্ষ্য করুনঃ
খুব সহজে SIR ফর্ম পূরণ করুন……..
⭕ফর্ম BLO বাড়িতে দিয়ে যাবে।
ফর্মটির কপি নীচে দেওয়া হোলো।
⭕একদম উপরে আপনার বর্তমান ২০২৫ সালের ভোটার লিস্টের নাম , এপিক নং, ঠিকানা, পার্ট নং, সিরিয়াল নং, বিধানসভার নাম, রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে।
⭕ আপনার ভোটার কার্ডে থাকা বর্তমান ছবি দেওয়া থাকবে, তার পাশে ফাঁকা ছকে আপনার একটা বর্তমান ছবি মারবেন।
আরও পড়ুনঃ চারপুরুষের ঐতিহ্য! রাসচক্র গড়ছেন কোচবিহারের আমিনুল; রাসমেলা যে এসে গেল
⭕যেটা লেখা আছে সেই অনুযায়ী A কলামটা সকলকে পূরণ করতে হবে ।
⭕ যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তারা B কলাম পূরণ করবেন।
⭕ যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই তারা তাদের পিতা,মাতা/দাদা/দাদী রক্তের সম্পর্কের যার নাম 2002 সালে আছে সেই তথ্য দিয়ে C কলাম পূরণ করবেন।
⭕ যারা B কলাম পূরণ করবেন তাদের C করতে হবে না। যারা C করবেন তাদের তো B করার কোন প্রশ্নই নেই।
⭕ বাড়ির কোন সদস্য কর্মসূত্রে বাইরে থাকলে বাড়ির প্রাপ্তবয়স্ক যে কেউ ফর্মে সই করে দিলে হয়ে যাবে।
⭕ পুরো বিষয়টা খুব সহজ সরকারিভাবে BLO সকলকে সহযোগিতা করবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের BLA রা সহযোগিতা করবে।
মনে রাখবেন নামের বানান ভুল, পদবী ভুল, এসব নিয়ে কিছু হবে না, আতঙ্কিত হবেন না, এই দেশের প্রকৃত নাগরিকদের বেনাগরিক করার কারো ক্ষমতা নেই।


                                    


