Sunday, 4 May, 2025
4 May, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: চাটাই বোঝাই কন্টেনার ভ্যান থেকে উদ্ধার ১৮৬ কেজি গাঁজা, ধৃত ২

Siliguri: চাটাই বোঝাই কন্টেনার ভ্যান থেকে উদ্ধার ১৮৬ কেজি গাঁজা, ধৃত ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে এই গাঁজা পাচার করা হচ্ছিল একটি চাটাই বোঝাই কন্টেনারভ্যানের মাধ্যমে।

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি কন্টেনার ভ্যান থেকে ১৮৬ কেজি গাঁজা উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানে ২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে এই গাঁজা পাচার করা হচ্ছিল একটি চাটাই বোঝাই কন্টেনারভ্যানের মাধ্যমে।

আরও পড়ুন: হুগলী জেলা পুলিশের বিরাট সাফল্য, ছয় ঘন্টার মধ্যে উদ্ধার ২ নাবালিকা

পাচারকারীরা পণ্যের আড়ালে গাঁজা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং-এর পুলিশ সন্ধ্যা ৭ টা নাগাদ ফুলবাড়ি চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করে।

আরও পড়ুন: পুরীর কোন সেবায়েত ছিলেন দিঘায়, কোন কাঠে তৈরি হয়েছে বিগ্রহ, তদন্তের নির্দেশ দিল ওড়িশার বিজেপি সরকার

সূত্রের খবর, কন্টেনারটির ভেতরে চাটাইয়ের নিচে লুকোনো অবস্থায় গাঁজার প্যাকেটগুলি উদ্ধার হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১৮৬ কেজি, যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এই ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সমীর তুকারাম ও নিলেশ পান্ডু রাঙ্গা বারাডে। তারা মহারাষ্ট্রের পুনের বাসিন্দা বলেই জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন