Monday, 7 July, 2025
7 July, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: গড়িয়ে পড়ছে পাথর; সেবকের বাঘপুলের কাছে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

Siliguri: গড়িয়ে পড়ছে পাথর; সেবকের বাঘপুলের কাছে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন চালক সহ ৯ যাত্রী। সোমবার সকালে এমনই ঘটনা ঘটল সেবকের বাঘপুলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ল একের পর এক বড় বড় বোল্ডার। দুমড়ে-মুচড়ে গেল একটি যাত্রীবাহী গাড়ি। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন চালক সহ ৯ যাত্রী। সোমবার সকালে এমনই ঘটনা ঘটল সেবকের বাঘপুলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে। ধসের কারণে এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ এই সড়কে যানচলাচল। শুরু হয়েছে রাস্তায় ধস সরানোর কাজ।

আরও পড়ুন: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার! অস্বাভাবিক মৃত্যু গোসাইপুর বল্লা কালীবাড়ির পুরোহিতের

জানা গিয়েছে, এদিন সকালে একটি যাত্রী বোঝাই গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ি আসছিল। ৯টা নাগাদ গাড়িটি ১০ নম্বর জাতীয় সড়কে কালিঝোড়া পেরিয়ে সেবকের কাছাকাছি আসতেই পাহাড়ের উপর থেকে বড়বড় পাথরের চাঁই গড়িয়ে পড়তে দেখেন গাড়ির চালক। তড়িঘড়ি গাড়ি থামিয়ে তিনি ও যাত্রীরা নেমে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। মুহূর্তে পাথরের বড় বড় চাই পড়ে গাড়ির উপর। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ। ধসের কারণে জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় সম্পূর্ণ যানচলাচল।

আরও পড়ুন: বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে…! জানা নেই স্বর্ণ ব্যবসায়ী শেখ জামিল হুসেনের

রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন শিলিগুড়ি-সিকিম, কালিম্পং-শিলিগুড়ির মধ্যে চলাচলকারীরা। একের পর এক বোল্ডার পড়তে থাকায়, রাস্তা থেকে বোল্ডার সরানোর কাজ সকাল ১০টা পর্যন্ত শুরু করতে পারেনি প্রশাসন। তীব্র যানজটে আটকে পড়েছেন প্রচুর মানুষ। ১০ নম্বর জাতীয় সড়কে ধস সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে কতটা সময় লাগবে তা জানা যায়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন