Tuesday, 14 October, 2025
14 October
HomeহুগলীTarakeswar: আজ সকালে মর্মান্তিক ঘটনা তারকেশ্বরে! বাবার মাথায় জল ঢালতে গিয়ে এ...

Tarakeswar: আজ সকালে মর্মান্তিক ঘটনা তারকেশ্বরে! বাবার মাথায় জল ঢালতে গিয়ে এ কি কাণ্ড

তারকেশ্বর মন্দিরের প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমিত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

শ্রাবণ মাসের শেষ সোমবার আজ! তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গিয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম  অমিত পাকড়ে , বয়স বছর ৩৫। বাড়ি হাওড়া জেলার বালি এলাকায়।

জানা গিয়েছে, সোমবার সকালে বাইক নিয়ে ১০ জন বন্ধু ও আত্মীয় তারকেশ্বর মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শেওড়াফুলি পৌঁছন। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে বাইকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। তারকেশ্বর মন্দিরের প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমিত।

আরও পড়ুনঃ নতুন সপ্তাহে ধন যোগের সঙ্গে গৌরী যোগ, সপ্তাহের প্রথম দিন কাটবে অফিসে?

প্রথমটায় ভেবেছিলেন প্রচণ্ড গরমে অসুস্থ লাগছে, প্রথমটায় সেভাবে কাউকে কিছু জানাননি। পরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকেন তিনি। তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।  চিকিৎসাও শুরু করেন চিকিৎসকরা।  কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

অমিতের এক সঙ্গী বলেন, “সব কিছু তো ঠিকঠাকই চলছিল। আমরা ভীষণই মজা করে এলাম। একটু শরীর খারাপ লাগছিল বলল, তবে নিজেই বলল ঠিক হয়ে যাবে। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না।”

আরও পড়ুনঃ গাড়িতে গাড়িতে ধাক্কা, সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ; উত্তেজনা শিলিগুড়ির সেবক রোডে

অমিতের আরেক সঙ্গী বলেন, “পুলিশ বলল বাইক নিয়ে ঢোকা যাবে না। বাইক থেকে নামার পরই অসুস্থ বোধ করতে থাকে। কেমন একটা মৃগীর মতন হয়। হাসপাতালে নিয়ে গেলেও সব শেষ। ”

এই মুহূর্তে

আরও পড়ুন