পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে ছাত্রকে যৌন হেনস্তার অভিযোগ। কাঠগড়ায় মুম্বইয়ের নামী স্কুলের শিক্ষিকা। ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে থানায়।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। একাদশ শ্রেণিতে ইংরেজি পড়াতেন ওই শিক্ষিকা। সেই সময় পড়ুয়ার সঙ্গে আলাপ তাঁর। জানা গিয়েছে, পড়ুয়ার প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর বিভিন্ন সময় পড়ুয়াকে কাছে টানার চেষ্টা করতেন। বিষয়টা বুঝতে পেরে শিক্ষিকার থেকে দূরে দূরে থাকত ওই ছাত্র। কিন্তু শিক্ষিকা নাছোড়!
আরও পড়ুন: অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, চাঞ্চল্য রাজনৈতিক মহলে
১৬ বছরের কিশোরকে কাছে পেতে মরিয়া শিক্ষিকা ছাত্রের এক বান্ধবীর দ্বারস্থ হন। সে আবার অন্য স্কুলে পড়ত। তার বিরুদ্ধেও মামলা হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, ওই বান্ধবীই ছাত্রটিকে বোঝানোর দায়িত্ব নেয়। বলে, আজকাল শিক্ষিকা-ছাত্রের সম্পর্ক ভীষণ ‘কুল’। তার বোঝানোতেই শিক্ষিকার সঙ্গে দেখা করতে রাজি হয় কিশোর।
জানা গিয়েছে, দামি গাড়িতে চড়ে ছাত্রকে নিয়ে পাঁচতারা হোটেলে যান শিক্ষিকা। অভিযোগে, সেখানে জোর করে তার পোশাক খোলান। তারপর যৌন হেনস্তা করেন। ঘনিষ্ঠ হতে বাধ্য় করে বলে দাবি।
এই ঘটনার পর থেকে উদ্বেগে ভুগতে শুরু করে একাদশ শ্রেণির পড়ুয়া। তখন আবার তাকে ওষুধও দেন ওই শিক্ষিকা। তারপরেও তার মানসিক অবস্থার উন্নতি ঘটেনি।
ছেলের শারীরিক অবনতি হতে দেখে চিন্তায় পড়ে পরিবার। জিজ্ঞাসাবাদ করতেই বাবা-মা বিষয়টি জানতে পারেন। কিন্তু জানাজানি হওয়ার ভয়ে তাঁরা গোটা ব্যাপারটা লুকিয়ে যায়। গত বছর দ্বাদশ শ্রেণি পাশ করে স্কুল ছেড়ে দেয় সে। তারপরেও বিষয়টি শেষ হয়নি।
আরও পড়ুন: আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয়কে যাবজ্জীবন শাস্তি দেওয়া বিচারক জোড়া খুনের মামলায় ফাঁসির রায় দিলেন
শিক্ষিকা বারবার ছাত্রকে কাছে পাওয়ার চেষ্টা করতে থাকে। বাড়ির এক পরিচারিকার মাধ্যমে ফের পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে।
এরপরই নড়েচড়ে বসে পরিবার। বুঝতে পারে, বিষয়টা এখানেই থামার নয়। তাই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
পকসো ধারায় মামলা হয়। ইতিমধ্যে ওই স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।