Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গBangladesh Army: বাংলাদেশ সেনাবাহিনীর মুখে ফের জনগণের পাশে থাকার আশ্বাস

Bangladesh Army: বাংলাদেশ সেনাবাহিনীর মুখে ফের জনগণের পাশে থাকার আশ্বাস

সদ্যই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে এসেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশের সেনাবাহিনী সোমবার সাংবাদিক বৈঠক।ডেকে ঘোষণা করেছে দেশের সার্বভৌমত্ব  রক্ষায় যে কোনও পরিস্থিতিতে তারা জনগণের পাশে থাকবে।

ঢাকার সেনা সদরের সাংবাদিক বৈঠকে বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘করিডর, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।’

আরও পড়ুন: প্রশিক্ষণ দিচ্ছে চিন, খেলছে বাংলাদেশ! ‘বেতাজ বাদশা’ হতে সেনা ‘নামাচ্ছে’ শি জিনপিং

প্রসঙ্গত, গত বছর গণঅভ্যুত্থানের মুখে সেনাপ্রধান ওয়াকার উজ জামান বাহিনীর উদ্দেশে বলেছিলেন, যে কোনও পরিস্থিতিতে সেনা দেশবাসীর পাশে থাকবে। ওয়াকার উজ জামানের ওই মন্তব্যের দু’দিনের মাথায় হাসিনা সরকারের পতন হয় এবং সেনাবাহিনীর অভ্যুত্থান দমনে কোনও পদক্ষেপ করেনি তখন।

সদ্যই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে এসেছে। সেনাপ্রধান জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। তারপর সরকার আগের অবস্থান থেকে সরেনি। চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে্।

অন্যদিকে, মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া নিয়েও আপত্তি তুলেছে সেনা।

আরও পড়ুন: সোমবতী ফলহরিণী অমাবস্যায় শোভন যোগ, সফলতার শিখরে পৌঁছবে এই চার রাশি

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনও ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হবে বলেও সেনা হুঁশিয়ারি দিয়েছে। মনে করা হচ্ছে এই হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার অনুগামী হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমদের উদ্দেশে দিয়েছে সেনাবাহিনী।

এমন বৈরি আবহের মধ্যে সেনাবাহিনীর সোমবারের সাংবাদিক বৈঠক এবং দেশবাসীর পাশে থাকার বার্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন